প্রসঙ্গত ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের গড়ধরা এলাকায়, নয়াগ্রামের সাথে যোগাযোগের জন্য সুবর্ণরেখা নদীর উপর তৈরি করা হয়েছিল অস্থায়ী একটি রাস্তা। বালি, মোরাম, মাটি কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল এই ফেয়ার ওয়েদার সেতু। কিন্তু সামান্য বৃষ্টি হতেই সুবর্ণরেখা নদীর জল বাড়ে। আর সেই জলের তোড়ে ফেয়ার ওয়েদার সেতুর বেশ কিছু অংশ ভেঙে যায়। তাই সাঁকরাইল ব্লকের গড়ধরা এলাকা থেকে নয়াগ্রাম ব্লকের দেউলবাড় পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন। বর্তমানে বেশ কয়েকটি নৌকা দিয়ে ঝুঁকির যাতায়াত চলছে সুবর্ণরেখা নদীর উপর।
advertisement
আরও পড়ুন ঃ দাদা পেট্রোল-ডিজেলের দর কত যাচ্ছে? পেট্রোল পাম্পে হাতি, তুলকালাম
প্রসঙ্গত এই সেতুর উপর নির্ভর করে প্রায় কুড়িটি গ্রামের মানুষের যাতায়াত ছিল। প্রতিদিনই কয়েকশো মানুষ এই ফেয়ার ওয়েদার সেতু দিয়ে পারাপার করতেন। সুবর্ণরেখা নদীর জলের তোড়ে তা ভেঙে যাওয়ায় সমস্যায় পড়তে হয়েছে সকলকে। ঘুর পথে নয়াগ্রাম থেকে সাঁকরাইল পৌঁছাতে গেলে বেশ অনেক কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে।
স্থানীয়দের আশঙ্কা, যদি ভারী বৃষ্টি হয় সুবর্ণরেখা নদীতে বন্যা আসে, তবে এলাকার মানুষ আরও দুর্ভোগে পড়বেন। নয়াগ্রাম এবং সাঁকরাইল ব্লকের যোগাযোগের জন্য এই ফেয়ার ওয়েদার সেতুর উপরে কংক্রিটের সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় মানুষেরা।
Ranjan Chanda