আরও পড়ুন: আদালতে বিচারের পাশাপাশি হবে চিকিৎসা, সুগার টেস্ট!
ঝাড়গ্রামের গর্ব সংস্থিতা মাহাতর গ্রামের বাড়ি বেলপাহাড়িতে। পড়াশোনা ও চাকরির সুবাদে কয়েক বছর আগে তার বাবা সত্যজিৎ মাহাত তাকে নিয়ে ঝাড়গ্রাম শহরে চলে আসেন। সংস্থিতা ঝাড়গ্রামের একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করে। জানা গেছে, গত মঙ্গলবার রাতে এশিয়া বুকস অফ রেকর্ডসের শংসাপত্র তাদের বাড়িতে এসে পৌঁছয়। মেয়ের এই কীর্তিতে প্রবল খুশি তার বাবা-মা।
advertisement
এই প্রসঙ্গে ছোট্ট সংস্থিতার মা বলেন, এর আগেও ইনডিয়া বুক অফ রেকর্ডস, ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডে নাম নথিভুক্ত করেছে। তিনি আরও জানান, পড়াশোনার পাশাপাশি সংস্থিতা নাচো শেখে। ছোটো থেকেই নানান কিছু করায় তার আগ্রহ। এখন সে কেজি-টু এর ছাত্রী।
ছোট্ট সংস্থিতার এই সাফল্যে খুশি গোটা ঝাড়গ্রাম জেলার মানুষ। বাংলার মধ্যে পিছিয়ে পড়া জেলা হিসেবেই পরিচিত ঝাড়গ্রাম। সেখানকার মেয়ের এমন নজিরে স্বাভাবিকভাবেই গর্বিত সবাই।