আরও পড়ুন: ডুলুং নদীর জল বইছে কজওয়ের উপর দিয়ে, বিচ্ছিন্ন চিল্কিগড়
জামবনির কাপগাড়ি গ্রাম পঞ্চায়েতের হাতিয়াশুলি গ্রামে দেওয়াল চাপা পড়ে শ্যামপদ নায়েক নামে বছর ষাটেকের এক বৃদ্ধের মৃত্যু হয়। অপরদিকে বেলপাহাড়ির সন্দাপাড়া গ্রাম পঞ্চায়েতের চেকুয়াপাল গ্রামে তিনটি মাটির বাড়ি ভেঙে পড়ে। সেখানে দুই ব্যক্তি অল্পের জন্য প্রাণে বাঁচলেও দুটি গরুর মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টির ফলে ঝাড়গ্রাম জেলার আরও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।
advertisement
জানা গিয়েছে, বেলপাহাড়ির চেকুয়াপাল গ্রামে যাদের বাড়ি ভেঙে পড়েছে সেই তিনটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ব্লক প্রশাসন। দুর্গতদের ত্রিপল, খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। গোটা পরিস্থিতির উপর কড়া নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন। এদিকে আবহাওয়া দফতর ঝাড়গ্রাম জেলাজুড়ে হলুদ সর্তকতা জারি করেছে।
এদিকে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত শ্যামাপদ নায়েকের পরিবারের পাশে দাঁড়িয়েছে জামবনি ব্লক প্রশাসন। তাঁদেরকেও নিয়ম অনুযায়ী সাহায্য করা হয়েছে। জেলার বহু বাসিন্দা মাটির বাড়িতে বসবাস করেন। বর্তমান পরিস্থিতিতে তাঁদের সকলকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন বুঝলে স্থানীয় কমিউনিটি সেন্টার বা আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে বলা হয়েছে বিপজ্জনক মাটির বাড়ির বাসিন্দাদের।
রাজু সিং