Jhargram News: ডুলুং নদীর জল বইছে কজওয়ের উপর দিয়ে, বিচ্ছিন্ন চিল্কিগড়
- Reported by:RAJU SING
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
টানা বৃষ্টিতে ফের উপচে উঠেছে ডুলুং নদী। কজওয়ের উপর দিয়ে বইছে জল। আবারও বিচ্ছিন্ন পর্যটন কেন্দ্র চিল্কিগড়
ঝাড়গ্রাম: টানা বৃষ্টিতে দু’কূল ভেসে গিয়েছে ডুলুং নদীর। ফলে জলে ডুবে গিয়েছে পর্যটন কেন্দ্র চিল্কিগড়ে ডুলুং নদীর উপর থাকা কজওয়। তার উপর দিয়ে প্রবল স্রোতে বইছে জল। আর তাতেই জেলার সদর শহর ঝাড় গ্রামের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে চিল্কিগড় ও জামবনী ব্লক। চিল্কিগড়ের সঙ্গে যেমন ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তেমনই জামবনীর সঙ্গে চিল্কিগড়ের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
একটু বেশি বৃষ্টি হলেই জলে ভেসে যায় ডুলুং নদী। তার ফলে প্রতিবছরই নিয়ম করে বিচ্ছিন্ন হয়ে পড়ে চিল্কিগড়। আর তাতে জামবনী ব্লকের চিল্কিগড়, গিধনী সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের সঙ্গে জেলা শহর ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবারেও নিম্নচাপের বৃষ্টিতে সেই অবস্থা তৈরি হয়েছে। এই পরিস্থিতি এড়াতে চিল্কিগড়ের মানুষ নদীর উপর একটি স্থায়ী সেতু তৈরির দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে। কিন্তু তা না হওয়াতেই এই ভোগান্তি বলে তাঁদের অভিযোগ।
advertisement
advertisement
স্বাধীনতার ৭৫ বছর পরেও এখানে সেতু তৈরি না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠছে। এদিকে এই ঘটনায় স্থানীয়দের ভোগান্তি যেমন বাড়ে তেমনই ক্ষতিগ্রস্ত হয় পর্যটন শিল্প।
রাজু সিং
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 03, 2023 11:24 AM IST







