আরও পড়ুন: ওদের কুর্নিশ! পিঠে ঝোলানো বই ব্যাগ, যা করল পড়ুয়ারা…জানলে অবাক হবেন
কলাবনি গ্রামের বাসিন্দা জানকীনাথ সরেন বলেন, “সাত দিন ধরে গ্রামে তান্ডব চালাচ্ছে হাতি। মাটির ঘর ভেঙে তছনছ করে দিচ্ছে। ফসলের ক্ষয়ক্ষতির পাশাপাশি নষ্ট করে দিচ্ছে বাঁশের বাগান। বনদফতরকে বহুবার জানিও কোন লাভ হয়নি। তাই বাধ্য হয়ে আমরা কলাবনি গ্রামের সমস্ত বাসিন্দা একত্রিত হয়ে মিছিলের আরও পড়ুন:মধ্য দিয়ে হাতি তাড়ানোর দাবিতে বিট অফিসারের কাছে ডেপুটেশন প্রদান করলাম”। জঙ্গলমহলের এখন জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে হাতির সমস্যা। জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে প্রতিনিয়ত খাবারের সন্ধানে হানা দিচ্ছে হাতির দল। মাটির বাড়ি ভাঙচুরের পাশাপাশি তছনছ করে দিচ্ছে ফসল। গ্রামবাসীদের এই বিক্ষোভের পরেই বন দফতর এলাকা পরিদর্শন করে। এখন দেখার কবে এই হাতির পাল গ্রাম থেকে জঙ্গলে ফেরে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বুদ্ধদেব বেরা





