TRENDING:

Viral Video: বাঁশি বাজালেই ঝেপে নামছে বৃষ্টি! গরম থেকে রেহাই পেতে ডাক পড়ছে 'বারিষকর'-এর! ভাইরাল

Last Updated:

Viral Video: কিছু জিনিস ভাবনা বা যুক্তি তর্কের বাইরে হয়। এই ঘটনা তেমনটাই। জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: বংশীবাদকের সুরেই নাকি বৃষ্টি নেমে এল বেলাকোবায়। শিল্পীর এমন দাবি নিয়ে চাঞ্চল্য শিকারপুরে। সম্পূর্ণ বিষয়টিই অযৌক্তিক, বললেন বিজ্ঞান আন্দোলনের কর্মী। দক্ষিণবঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে উত্তরবঙ্গেও চড়ছে তাপমাত্রার পারদ। আগামী বেশ কয়েকদিন এই অস্বস্তিকর আবহওয়া থাকবে। বৃষ্টি হওয়ার কোনও সম্ভবনাই নেই বলেই জানিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু তারই মাঝে সোমবার ভোরে আচমকাই রাজগঞ্জের বেলাকোবা সহ পাশ্ববর্তী এলাকায় নেমে এল ঝমঝমিয়ে বৃষ্টি।
advertisement

আসুন আসল ঘটনা কি তা জেনে নেওয়া যাক। রবিবার বেলা দুটো নাগাদ শিকারপুর চা বাগানের ম‍্যানেজার সুদীপ ভৌমিকের কাছে একটি ফোন আসে। ফোন করেন নৃপেন্দ্র কৃষ্ণ রায়। ফোনে তিনি দাবি করে বলেন, আমি বাঁশি বাজিয়ে বৃষ্টি আনতে পারি। প্রত‍্যেকের মতোই তিনিও এটা অবিশ্বাস করেন। তবে তিনি নাকি এই কথা ইতিহাসে শুনেছেন। তাই একবার নৃপেন্দ্র বাবুকে আমন্ত্রণ করেই দিলেন।

advertisement

আরও পড়ুন:

সেই মতো রাত আটটা নাগাদ বাগানে পৌছান নৃপেন্দ্র বাবু। এরপর কিছুক্ষণ বিশ্রাম করে সাড়ে নয়টা থেকে তিনি সেই বাঁশি বাজানো শুরু করেন। মধ‍্যরাত পযর্ন্ত তিনি বাঁশি বাজান। কিন্তু অবাক করা কাণ্ড যে, তার বাঁশি বাজানো শেষ হওয়ার পরই আস্তে আস্তে আকাশে মেঘ জমতে থাকে। এবং সোমবার ভোর থেকে বেলাকোবার পাশ্ববর্তী এলাকায় বেশ কিছুক্ষণ মুশল ধারে বৃষ্টি হয়। সকাল সাতটা পযর্ন্ত এই বৃষ্টি হয়। এবং পরে আবার যেই কে সেই। তীব্র গরম।

advertisement

View More

আরও পড়ুন:

নৃপেন্দ্র কৃষ্ণ রায়ের বাড়ি কলকাতার যাদবপুরে। পেশায় তিনি জানান হাইকোর্টের আইনজীবী। গত ২০০৫ সালের এই তারিখে অর্থাৎ ৫ ই জুন তিনি বাঁশি বাজানো শুরু করেন। আর সেই থেকেই তিনি বাঁশির নানা সুরে বৃষ্টি ডেকে আনেন।ব‍্যাপারটা যে কতটা সত্যি তা আমাদের জানা নেই। তবে তিনি যেভাবে দাবি করে বলেছেন এবং পরে তা দেখিয়েও দিয়েছেন তাতে অনেকেই আবার এটা সত্যি বলে ভাবতে শুরু করেছে। তবে বলাই বাহুল্য ঘটনা সত্যিই হোক কিংবা কাকতলীয় রাতে বাঁশির সুর আর ভোরেই বৃষ্টির ঘটনার কথা শুনতে পেরেই এক চাঞ্চল্য ছড়িয়েছে শিকারপুরে। এমন ঘটনার কথা প্রসঙ্গে জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাবের সম্পাদক ড: রাজা রাউত বলেন, সম্পূর্ন বিষয়টিই অযৌতিক, এই মুহুর্তে যখন পরিবেশ সম্পর্কে বিজ্ঞানকে নতুন করে ব্যাখ্যা দিতে হচ্ছে সেই সময় এমন দাবি হাস্যকর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Viral Video: বাঁশি বাজালেই ঝেপে নামছে বৃষ্টি! গরম থেকে রেহাই পেতে ডাক পড়ছে 'বারিষকর'-এর! ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল