প্রসঙ্গত, বুনো হাতির দলটি নেওড়া চা বাগান হয়ে গরুমারা জঙ্গলে যাওয়ার সময় দলে থাকা একটি শাবকের চলচলে অসুবিধা হওয়ায় আটকে পরে দলটি। স্থানীয় সূত্রে জানা যায়, "শাবক-সহ বুনো হাতির পুরো দলটিই আটকে পরে ওই এলাকায়"। বুধবার সকাল থেকে বনকর্মীরা বুনো হাতির দলটিকে গরুমারা জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা চালায়।
আরও পড়ুনঃ খবর এসেছিল গোপনে, নকশালবাড়িতে পিকআপ ভ্যান আটকাল পুলিশ, তারপর যা ঘটল...
advertisement
বন্যপ্রাণ মাল স্কোয়াডের রেঞ্জার দীপেন সুব্বা বলেন, "হাতির দলটিতে শাবক থাকায় তাদের গতি অনেকটাই কম ছিল। কয়েকদিন আগেই হয়তো শাবকটির জন্ম হয়েছে। আমরা হাতির দলটিকে জঙ্গলে পাঠাচ্ছি। সঙ্গে ওই এলাকায় আমরা নজরদারিও রাখছি।" শেষ পাওয়া খবর অনুযায়ী দুপুর দু'টো নাগাদ হাতির দলটিকে গরুমারা জঙ্গলে ফেরায় মালবাজার ওয়াইল্ড লাইফের বনকর্মীরা।
নেওড়া চা বাগানের বাসিন্দা মোহন ওড়াও বলেন, মঙ্গলবার রাতের দিকে মাল ব্লকের আশেপাশে এলাকায় খাবারের সন্ধানে বের হয়েছিল হাতির দলটি। বুধবার সকালে জঙ্গলে ফিরতে না পারায় নেওড়া চা বাগানেই দাঁড়িয়ে পড়ে সব হাতি। তবে বন কর্মীদের চেষ্টায় হাতির দলটিকে জঙ্গলে ফেরানো হয়।
সুরজিৎ দে