TRENDING:

Jalpaiguri News: সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ, কাজই বন্ধ করে দিলেন গ্রামবাসীরা!

Last Updated:

প্রায় ৩০ -৩৫ বছর ধরে বাঁশের সাঁকো ভরসা বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের। বর্তমানে এভাবেই যাতায়াত করতে হচ্ছে বাঁশের সাঁকোর উপর দিয়েই। পাশেই নবনির্মিত সেতুর কাজ শুরু হলেও নিম্নমানের কাজ হচ্ছে বলে বাসিন্দাদের অভিযোগে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি : প্রায় ৩০ -৩৫ বছর ধরে বাঁশের সাঁকো ভরসা বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের। বর্তমানে এভাবেই যাতায়াত করতে হচ্ছে বাঁশের সাঁকোর উপর দিয়েই। পাশেই নবনির্মিত সেতুর কাজ শুরু হলেও নিম্নমানের কাজ হচ্ছে বলে বাসিন্দাদের অভিযোগে। এখনো সেই সাঁকো দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার স্কুলপড়ুয়া থেকে সাধারণ নিত্যযাত্রীর। জলপাইগুড়ি জেলা পরিষদের পক্ষ থেকে তৈরি করা হচ্ছে রামসাইয়ে সরস্বতী নদীর ওপর সেতু। আর সেই সেতু নির্মাণকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠলো জেলা পরিষদের বিরুদ্ধে।
advertisement

অভিযোগ খতিয়ে দেখে স্বচ্ছ ভাবে কাজের দাবি তুলেছেন এলাকাবাসীরা। ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কালামাটি এলাকায় সরস্বতী নদীর উপর নির্মাণ হচ্ছে পাকা সেতু। আনুমানিক পাঁচ কোটি টাকায় নির্মিত হচ্ছে সেই সেতু। তবে সেই সেতুর নির্মাণ কাজ প্রায় দু বছর ধরে হলেও কাজ এখনও সম্পন্ন হয়নি বলে অভিযোগ। এদিকে সেতুর পশ্চিম অংশে বেশ কিছু জায়গায় লোহার রড বেরিয়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরেই কাজ বন্ধ রাখতে বলেন। সেতুর উপরের একটি গ্রামে প্রায় ৫০০ পরিবারের বসবাস। জীবনে ঝুঁকি নিয়ে চলাফেরা করেন তারা।

advertisement

আরও পড়ুনঃ শিশুদিবসের মেনুতে পড়ল ফ্রায়েড রাইস আর মাংস! বেজায় খুশি পড়ুয়ারা

কারণ, সরস্বতী নদী সেতুর পাশের একটি সাঁকোই তাদের চলাফেরা করার একমাত্র অবলম্বন। তবে বর্ষা এলে সেটিও ভেঙ্গে যায়। স্থানীয়দের অভিযোগ, সরকারের টাকায় সেতু তৈরি হচ্ছে তাতে এই ধরনের ত্রুটি বরদাস্ত করবো না। তাই সেতু নির্মাণে স্বচ্ছতার দাবি তোলেন স্থানীয় বাসিন্দারা। যদিও নির্মাণকারী সংস্থার দাবি, কাজের মধ্যে অনেক সময় ভুল ত্রুটি হয়। কিছু সামান্য গোলযোগ হয়েছে,তাই আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। ইঞ্জিনিয়ার এসে বিষয়টি দেখে যেভাবে কাজ করতে বলবেন সেভাবেই কাজ হবে বলে জানা গিয়েছে।

advertisement

View More

আরও পড়ুনঃ বেগুন চাষ করেই লাভ লাখ লাখ টাকা! মুখে হাসি কৃষকদের

অন্যদিকে, এই বিষয়ে রামসাই গ্রাম পঞ্চায়েতের প্রধান রত্নেশ্বর রায় বলেন, "এই বিষয়ে আমার কাছে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ আসে নি। যদি এরকম ঘটনা হয়ে থাকে তবে বিষয়টি খতিয়ে দেখে জেলা পরিষদকে জানানো হবে।" এই বিষয়ে জেলা পরিষদের সভাপতি উওরা বর্মন জানান, "আমারা পুরো বিষয়টি খতিয়ে দেখবো । এর মধ্যেই আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখবে।" এমনই আশ্বাস দেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

Surajit Dey

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ, কাজই বন্ধ করে দিলেন গ্রামবাসীরা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল