অভিযোগ খতিয়ে দেখে স্বচ্ছ ভাবে কাজের দাবি তুলেছেন এলাকাবাসীরা। ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কালামাটি এলাকায় সরস্বতী নদীর উপর নির্মাণ হচ্ছে পাকা সেতু। আনুমানিক পাঁচ কোটি টাকায় নির্মিত হচ্ছে সেই সেতু। তবে সেই সেতুর নির্মাণ কাজ প্রায় দু বছর ধরে হলেও কাজ এখনও সম্পন্ন হয়নি বলে অভিযোগ। এদিকে সেতুর পশ্চিম অংশে বেশ কিছু জায়গায় লোহার রড বেরিয়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরেই কাজ বন্ধ রাখতে বলেন। সেতুর উপরের একটি গ্রামে প্রায় ৫০০ পরিবারের বসবাস। জীবনে ঝুঁকি নিয়ে চলাফেরা করেন তারা।
advertisement
আরও পড়ুনঃ শিশুদিবসের মেনুতে পড়ল ফ্রায়েড রাইস আর মাংস! বেজায় খুশি পড়ুয়ারা
কারণ, সরস্বতী নদী সেতুর পাশের একটি সাঁকোই তাদের চলাফেরা করার একমাত্র অবলম্বন। তবে বর্ষা এলে সেটিও ভেঙ্গে যায়। স্থানীয়দের অভিযোগ, সরকারের টাকায় সেতু তৈরি হচ্ছে তাতে এই ধরনের ত্রুটি বরদাস্ত করবো না। তাই সেতু নির্মাণে স্বচ্ছতার দাবি তোলেন স্থানীয় বাসিন্দারা। যদিও নির্মাণকারী সংস্থার দাবি, কাজের মধ্যে অনেক সময় ভুল ত্রুটি হয়। কিছু সামান্য গোলযোগ হয়েছে,তাই আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। ইঞ্জিনিয়ার এসে বিষয়টি দেখে যেভাবে কাজ করতে বলবেন সেভাবেই কাজ হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ বেগুন চাষ করেই লাভ লাখ লাখ টাকা! মুখে হাসি কৃষকদের
অন্যদিকে, এই বিষয়ে রামসাই গ্রাম পঞ্চায়েতের প্রধান রত্নেশ্বর রায় বলেন, "এই বিষয়ে আমার কাছে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ আসে নি। যদি এরকম ঘটনা হয়ে থাকে তবে বিষয়টি খতিয়ে দেখে জেলা পরিষদকে জানানো হবে।" এই বিষয়ে জেলা পরিষদের সভাপতি উওরা বর্মন জানান, "আমারা পুরো বিষয়টি খতিয়ে দেখবো । এর মধ্যেই আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখবে।" এমনই আশ্বাস দেন তিনি।
Surajit Dey