TRENDING:

Jalpaiguri News: 'শুধু ডাল-ভাত কেন?' মিড ডে মিলের মেনু দেখে কড়া ধমক সরকারি কর্তার

Last Updated:

মিড ডে মিলের মেনু নিয়ে জলপাইগুড়ির বানারহাটের উত্তর ডাঙাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে নজরবিহীন ঘটনা। মাংস, ফলের বদলে পড়ুয়াদের পাতে দেওয়া হচ্ছে ডাল-ভাত! ক্ষোভে ফেটে পড়লেন গ্রামের মানুষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: মিড ডে মিলের মেনুতে স্রেফ ডাল-ভাত। দেখে ধমক দিলেন এসআই। রাজ্য সরকারের নির্দেশ মেনে অন্য স্কুলে যখন মিড ডে মিলে মাংস, ডিম, ফল দেওয়া হচ্ছে তখন এখানে শুধু ডালভাত কেন সেই প্রশ্ন‌ও করলেন। জলপাইগুড়ি জেলার বানারহাটের উত্তর ডাঙাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বুধবার এমনই ছবি দেখা গিয়েছে।
advertisement

সরকারি নির্দেশিকা মেনে জলপাইগুড়ির অন্যান্য স্কুলে মিড ডে মিলের মেনুতে বড়সড়ো পরিবর্তন আনা হয়েছে। কিন্তু বানারহাট এর এই প্রাথমিক স্কুলের মিড ডে মিলে সেই পুরনো ডাল ভাত দেখে খেপে ওঠেন অভিভাবক ও গ্রামবাসীরা। তাঁরা শিক্ষকদের স্কুল থেকে বাইরে বের করে দেন। খবর পেয়ে সেখানে হাজির হন এসআই রাজকুমার সরকার। আর তিনি ঘটনাস্থলে এসে গোটা পরিস্থিতি দেখে রীতিমত অবাক হয়ে যান। কেন সরকারি নির্দেশিকা মানা হচ্ছে না সেই নিয়ে প্রশ্নও করেন।

advertisement

আরও পড়ুন: মুর্শিদাবাদের ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার! পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই যেন অস্ত্রের গুদামে পরিণত হচ্ছে জেলা

মিড ডে মিলের খাবার নিয়ে স্কুলের শিক্ষক ও রান্নার কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন গ্রামবাসীরা। পাশাপাশি তাঁরা অভিযোগ করেন, এই স্কুলে দীর্ঘদিন ধরে সময়ে আসেন না শিক্ষকরা। ঠিক করে ক্লাস হয় না। জানা যায়, রাজ্যের বাকি স্কুলগুলিতে যখন জানুয়ারি মাস থেকে মিড ডে মিলের মেনুতে সপ্তাহে একদিন মাংস ও ফল দেওয়া শুরু হয়েছে, সেখানে উত্তর ডাঙাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের পাতে গত জানুয়ারি মাসে একদিনও ডিম‌ পড়েনি! এই সমস্ত অভিযোগ পাওয়ার পর এস‌আই রাজকুমার সরকার জানান, পরিস্থিতি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তাঁর আশ্বাস পেয়ে শান্ত হন গ্রামের মানুষ। এদিকে, এসআই স্কুলে এলেও হাজির ছিলেন না প্রধান শিক্ষক।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: 'শুধু ডাল-ভাত কেন?' মিড ডে মিলের মেনু দেখে কড়া ধমক সরকারি কর্তার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল