সরকারি নির্দেশিকা মেনে জলপাইগুড়ির অন্যান্য স্কুলে মিড ডে মিলের মেনুতে বড়সড়ো পরিবর্তন আনা হয়েছে। কিন্তু বানারহাট এর এই প্রাথমিক স্কুলের মিড ডে মিলে সেই পুরনো ডাল ভাত দেখে খেপে ওঠেন অভিভাবক ও গ্রামবাসীরা। তাঁরা শিক্ষকদের স্কুল থেকে বাইরে বের করে দেন। খবর পেয়ে সেখানে হাজির হন এসআই রাজকুমার সরকার। আর তিনি ঘটনাস্থলে এসে গোটা পরিস্থিতি দেখে রীতিমত অবাক হয়ে যান। কেন সরকারি নির্দেশিকা মানা হচ্ছে না সেই নিয়ে প্রশ্নও করেন।
advertisement
মিড ডে মিলের খাবার নিয়ে স্কুলের শিক্ষক ও রান্নার কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন গ্রামবাসীরা। পাশাপাশি তাঁরা অভিযোগ করেন, এই স্কুলে দীর্ঘদিন ধরে সময়ে আসেন না শিক্ষকরা। ঠিক করে ক্লাস হয় না। জানা যায়, রাজ্যের বাকি স্কুলগুলিতে যখন জানুয়ারি মাস থেকে মিড ডে মিলের মেনুতে সপ্তাহে একদিন মাংস ও ফল দেওয়া শুরু হয়েছে, সেখানে উত্তর ডাঙাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের পাতে গত জানুয়ারি মাসে একদিনও ডিম পড়েনি! এই সমস্ত অভিযোগ পাওয়ার পর এসআই রাজকুমার সরকার জানান, পরিস্থিতি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তাঁর আশ্বাস পেয়ে শান্ত হন গ্রামের মানুষ। এদিকে, এসআই স্কুলে এলেও হাজির ছিলেন না প্রধান শিক্ষক।
সুরজিৎ দে