Murshidabad News: মুর্শিদাবাদের ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার! পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই যেন অস্ত্রের গুদামে পরিণত হচ্ছে জেলা

Last Updated:

ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই চিন্তা বাড়ছে নবাবের জেলায়।

মুর্শিদাবাদ: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে। বুধবার সন্ধের পর সাগরপাড়া থানার চরকামারি এলাকা থেকে এক যুবককে আটক করে পুলিশ। তার কাছ থেকে একটি ওয়ান শটার বন্দুক ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা গোপন সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালিয়ে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। তারা এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে। তাই দেখে সন্দেহ হওয়াতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি ওয়ান শটার বন্দুক ও দু'রাউন্ড গুলি। ধৃতের নাম আজমল শেখ। পঞ্চায়েত নির্বাচনের আগে অস্ত্র মজুত করার জন্য ওই ব্যক্তি তৎপর ছিল কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। এর জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা।
advertisement
advertisement
তবে সাগরপাড়ায় এই প্রথম নয়। একমাস আগে এখানকার সাহেবনগর এলাকায় তল্লাশি চালিয়ে একই রকম ভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। মুর্শিদাবাদ এমনিতেই উত্তেজনা প্রবণ এলাকা। এবার পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই জেলায় সংঘর্ষ শুরু হয়েছে ইতিমধ্যেই বোমা ও গুলিতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। সবমিলিয়ে প্রশাসনের রক্তচাপ ক্রমশই বাড়ছে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: মুর্শিদাবাদের ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার! পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই যেন অস্ত্রের গুদামে পরিণত হচ্ছে জেলা
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement