South 24 Parganas News: মেয়ে নিখোঁজ হওয়ার এক মাস পর মিসিং ডায়েরি বাবার, সপ্তাহ ঘুরতে না ঘুরতেই খুঁজে দিল পুলিশ!
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
মা-বাবার প্রতি অভিমানে বাড়ি ছেড়েছিল নাবালিকা। পুলিশে অভিযোগ দায়েরের এক সপ্তার মধ্যে মিলল সন্ধান
দক্ষিণ ২৪ পরগনা: মা-বাবার সঙ্গে ঝগড়া হয়েছিল। তারপরই অভিমানে বাড়ি ছাড়ে নাবালিকা। স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি সে। এক মাস ধরে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পুলিশে অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। তার এক সপ্তাহের মধ্যেই ওই নাবালিকাকে খুঁজে দিল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের ঘটনা।
নিখোঁজ হয়ে যাওয়া নাবালিকার বাড়ি জয়নগরের ফতেপুর এলাকায়। গত ১ জানুয়ারি স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে সে বন্ধুর বাড়ি চলে যায়। বিষয়টা পরিবার জানত না। তারা আত্মীয়-স্বজনের বাড়িতে এক মাস ধরে খোঁজাখুঁজি করেও ওই নাবালিকার সন্ধান পায়নি। অবশেষে গত ২ ফেব্রুয়ারি থানায় গিয়ে নিখোঁজ ডায়রি দায়ের করে। তদন্ত নেমে পুলিশ বুঝতে পারে এটা কোনও অপহরনের ঘটনা নয়, পরিচিত কারোর বাড়িতেই আছে ওই নাবালিকা। বৃহস্পতিবার সকালে তাকে বারুইপুরের বনসুন্দরিয়া এলাকায় এক বন্ধুর বাড়ি থেকে খুঁজে পায় পুলিশ। সেখানে রীতিমত তার মান ভাঙিয়ে জয়নগরে নিয়ে আসা হয়।
advertisement
advertisement
বারুইপুর থেকে জয়নগর থানায় নিয়ে আসার পর ডেকে পাঠানো হয় ওই নাবালিকার পরিবারকে। সেখানেই তাদের হাতে তুলে দেওয়া হয় নিখোঁজ হয়ে যাওয়া মেয়েকে। পুলিশে অভিযোগ দায়েরের এক সপ্তাহের মধ্যে মেয়েকে ফিরে পেয়ে খুশি নিখোঁজ নাবালিকার বাবা রেজ্জাক মোল্লা। তিনি জয়নগর থানার পুলিশ কর্মীদের ধন্যবাদ জানান।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
February 09, 2023 5:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মেয়ে নিখোঁজ হওয়ার এক মাস পর মিসিং ডায়েরি বাবার, সপ্তাহ ঘুরতে না ঘুরতেই খুঁজে দিল পুলিশ!