West Bardhaman News: হাতে সময় নেই, একমাত্র মোটা টাকা খরচ করে উন্নত চিকিৎসা করলে তবেই প্রাণে বাঁচবে ছেলে! অসহায় মায়ের সাহায্যের আর্জি

Last Updated:

বিরল রোগে আক্রান্ত ছেলেকে বাঁচাতে অসহায় মায়ের সাহায্যের আর্জি। তার জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন ভিডিও

+
title=

পশ্চিম বর্ধমান: চার বছর ধরে গুরুতর অসুস্থ ছেলে। কিছু খেলেই তা সঙ্গে সঙ্গে মলদ্বার দিয়ে বেরিয়ে যায়! বছর বাইশের সন্তানের এই দুর্দশা দেখে কোন মা-বাবাই বা ঠিক থাকতে পারে। একে অভাবের সংসার। তাও সবকিছু দিয়েই সন্তানকে সুস্থ করে তোলার চেষ্টা করেছেন আসানসোলের অরবিন্দ পল্লির কাঞ্জিলাল পরিবার। কিন্তু গত চার বছরে বিশেষ কোন‌ও ফল হয়নি। উল্টে দিনে দিনে ছেলেটা যেন বিছানার সঙ্গে মিশে যাচ্ছে! এই অবস্থায় চিকিৎসকরাও একরকম হাল ছেড়ে দিয়েছেন। জানিয়েছেন অতি উন্নতমানের এক বিশেষ ধরণের চিকিৎসা ছাড়া বাঁচানো কঠিন‌। আর তার জন্য খরচ হবে লক্ষ লক্ষ টাকা!
কিন্তু এত বিপুল টাকা কোথা থেকে পাবেন? তবে কি ছেলেটা দেখতে দেখতে চোখের সামনেই শেষ হয়ে যাবে! সেই চিন্তায়, আশঙ্কায় অনবরত কেঁদেই চলেছেন মা শুভ্রা কাঞ্জিলাল। সন্তানকে বাঁচাতে এবার বাধ্য হয়ে সকলের কাছে হাত পাতছেন। সোশ্যাল মিডিয়ায় সাহায্য চেয়ে ভিডিও পোস্ট করেছেন।
advertisement
advertisement
ছেলের এই বিরল রোগের চিকিৎসার জন্য হয়ত পশ্চিম বর্ধমান জেলার গণ্ডি ছাড়িয়ে কলকাতা বা দিল্লিতে যেতে হবে। কিন্তু স্থায়ী আয় না থাকা কাঞ্জিলাল পরিবারের এই সমর্থ্য নেই। এতদিন তারা দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে ছেলের চিকিৎসা চালিয়ে এসেছেন। কিন্তু সেখানে আর কিছু হবে না বলে চিকিৎসকরাই বলে দিয়েছেন। তাই এবার আমজনতার পাশাপাশি সরকারের সাহায্য চেয়েছেন ছেলেকে সুস্থ করে তোলার জন্য। কারন, চিকিৎসক জানিয়েছেন হাতে সময় বেশি নেই। ফলে সময় নিয়ে অর্থ জোগাড় করবেন সেই উপায়ও নেই। এই পরিস্থিতিতে সহৃদয় ব্যক্তিরা এগিয়ে এসে দ্রুত অর্থের বন্দোবস্ত না করলে কী হবে সেই ভেবেই এক মুহূর্তের জন্য দু'চোখের পাতা এক করতে পারছেন না শুভ্রাদেবী।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: হাতে সময় নেই, একমাত্র মোটা টাকা খরচ করে উন্নত চিকিৎসা করলে তবেই প্রাণে বাঁচবে ছেলে! অসহায় মায়ের সাহায্যের আর্জি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement