পাহাড়পুর জলপাইগুড়ি সদরের অন্তর্গত। এই এলাকার পেট্রল পাম্পে একটি মাত্র পানীয় জলের কল অবস্থিত। দূর দূরান্ত থেকে মানুষ জলের খোঁজে জন্য এই পেট্রল পাম্পে এসে ভিড় জমান। ফলে লম্বা লাইন পড়ে। গরম তীব্র হওয়ায় জলের সঙ্কট বেড়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের দাবি, শীঘ্রই পানীয় জলের এই সমস্যার সমাধান করুক প্রশাসন। এমনকি এই সমস্যার সমাধান চেয়ে মুখ্যমন্ত্রীর দফতরেও চিঠি পাঠিয়েছেন এখানকার গ্রামবাসীরা। যদিও তাতে কোনও লাভ হয়নি বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন: স্বামীর অকাল মৃত্যু বদলে দেয় সব, নিরক্ষর লক্ষ্মী'ই আজ কম্পিউটারে 'দক্ষ'
গ্রামবাসীদের বক্তব্য, এখানে যে জল পাওয়া যায় তা এতটাই আয়রন মিশ্রিত যে ব্যবহার করা সম্ভব হয় না। কিন্তু গ্রীষ্মে তীব্র জল কষ্টে অনেকে ওই আয়রন মিশ্রিত জল খেতে বাধ্য হচ্ছে। ফলে পেটের নানান অসুখ দেখা দিচ্ছে এলাকায়। তাছাড়া আয়রন মিশ্রিত জল দিয়ে বাসন মাজা, জামা কাপড় কাচার ফলে তার দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। বাড়িঘর লাল ছোপে ভর্তি হয়ে গিয়েছে। গ্রামবাসীদের এই অভিযোগ প্রসঙ্গে পাহাড়পুর পঞ্চায়েতের উপপ্রধান বলেন, দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। কিন্তু কবে সমস্যার সমাধান হবে তা জানা যায়নি।
সুরজিৎ দে