Bankura News: স্বামীর অকাল মৃত্যু বদলে দেয় সব, নিরক্ষর লক্ষ্মী'ই আজ কম্পিউটারে 'দক্ষ'

Last Updated:

বাঁকুড়ার ওন্দার ওন্দা যুব সমাজ স্বেচ্ছাসেবী সংস্থার বিনামূল্যের কোচিং সেন্টারে পড়াশোনা শুরু করেন লক্ষী। অক্ষরজ্ঞানের পর ইংরেজি শেখাও শুরু করেন।

+
title=

বাঁকুড়া: খুব কম বয়সে বিয়ে হয়েছিল লক্ষ্মী মালের। ওন্দার লক্ষী মাল পড়াশোনা জানতেন না। বেশ চলছিল সংসার জীবন। কিন্তু হঠাৎই মারা যায় স্বামী। স্রেফ সই করতে না পারায় মৃত স্বামীর দেহ ছাড়তে অনেক টালবাহানা করেছিল হাসপাতাল। সেই থেকেই জেদ চাপে। সেই নিরক্ষর লক্ষ্মী মাল এখন শুধু স্বাক্ষরই নন, ইংরেজির পাশাপাশি কম্পিউটারেও তিনি স্বাবলম্বী।
স্বামীর মৃত্যুর পর ভাবনা চিন্তা বদলে যায় এই বধূর। ঠিক করেন যে লেখাপড়া না জানার জন্য তাঁকে এত হেনস্থার শিকার হতে হয়েছে সেই লেখাপড়া শিখেই প্রমাণ করে দেবেন। এরপর বাঁকুড়ার ওন্দার ওন্দা যুব সমাজ স্বেচ্ছাসেবী সংস্থার বিনামূল্যের কোচিং সেন্টারে পড়াশোনা শুরু করেন লক্ষী। অক্ষরজ্ঞানের পর ইংরেজি শেখাও শুরু করেন। ওখানে কম্পিউটার শেখায় হাতে খড়ি তাঁর।
advertisement
advertisement
কম্পিউটারে ছবি আঁকা শেখেন লক্ষী মাল। ওন্দা যুব সমাজের এই কোচিং সেন্টারে মূলত পড়াশোনা করে সেইসব প্রান্তিক ছাত্র-ছাত্রীরা, যারা গৃহশিক্ষকের খরচ বহন করতে পারে না। সেখানে লক্ষী একজন অনুপ্রেরণা। এই বধূ প্রতিদিন সকলের আগে কোচিং সেন্টারে গিয়ে বসে থাকেন। এমনকি এখানকার শিক্ষক-শিক্ষিকাটা কেউ কোনদিন না আসলে তাকে বাড়িতে কে ডেকে নিয়ে এসে পড়াশোনা করেন লক্ষ্মী। একজন নিরক্ষর বধূর এই স্বাক্ষর হয়ে ওঠার লড়াই অনেকের অনুপ্রেরণা।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: স্বামীর অকাল মৃত্যু বদলে দেয় সব, নিরক্ষর লক্ষ্মী'ই আজ কম্পিউটারে 'দক্ষ'
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement