তাই বিক্রি বেশ ভাল হচ্ছে, বাজারে ভিড়ও অনেকটাই বেশি । এক ক্রেতা জানান, অন্য সময়ের চেয়ে শীতকাল অল্পতেই বাজার ব্যাগ ভরে ওঠে। কারণ, সমস্ত জিনিসের দামই এখন সাধ্যের মধ্যে রয়েছে৷ সেই কারণে মানুষ হাত খুলে বাজার করছে।
আরও পড়ুন East Medinipur News: শিক্ষা দফতরের গোডাউনে ছাগল! বইয়ের উপর বসে করছে যাচ্ছেতাই কাণ্ড
advertisement
অন্যদিকে, শীত পড়লে এখনও বাজারে ওঠেনি দাজিলিং-এর কমলা লেবু।তাই নাগপুরের কমলা খেয়েই কমলার স্বাদ মেটাচ্ছেন কমলালেবু প্রিয় মানুষরা। যদিও এখন কমলা লেবুর দাম আকাশছোঁয়া। এক বিক্রেতা বলেন, কমলাতে এবার সে অর্থে পোকা ধরেনি৷ তাই নষ্ট হবার সম্ভাবনাও অনেকটাই কম। সে কারণে আশা করাই যায় কমলার দাম ধীরে ধীরে কমে যাবে। এখন মাত্র ৪টি কমলার দাম ৬০ টাকা। আবার কিছু কিছু দোকানে দাজিলিং এর কমলা বিক্রি হচ্ছে। যেগুলির এক একটির দাম পঁচিশ টাকা। যা শুনে স্বাভাবিক ভাবেই চোখ কপালে উঠছে সাধারণ মানুষদের।
সুরজিৎ দে