একদিকে ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী হয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।অন্যদিকে, টিকিট না মেলায় নির্দল প্রার্থী হয়েছেন বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা বিকাশ সরকার।শাসকদলের প্রার্থী তৃণমূলের রাজ্য সম্পাদক প্রতুল চক্রবর্তী।
তারপরেই এক কিশোরের অপহরণে নাম জড়ায় শাসকদলের দুই নেতার।ফলে সব মিলিয়ে সরগরম ২৪ নম্বর ওয়ার্ডের রাজনীতি।এদিন সকালে শিলিগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ড ভারতনগরে বিভিন্ন দেওয়ালে পরেছে সাদা-কালো পোস্টার।কোনও পোস্টারে লেখা রয়েছে, "তিনবারের দলবদলু মাদক ব্যবসায়ী দলের ধরেছে হাল"।
advertisement
আবার কোথাও লেখা রয়েছে, "পুরোনো কর্মীরা ছেড়েছে দল, এখন দলে অপহরণকারী ও বেনোজল"। কোথাও আবার, "রাজনীতি যাদের ব্যবসা তাদের বর্জন করুন।" এই ধরণের একাধিক এক-এক রকম পোস্টারে এদিন সকাল থেকেই চাঞ্চল্য ছড়ায় ওয়ার্ডজুড়ে। তৃণমূল কংগ্রেস, বিজেপি তো বটেই, কোথাও আবার সিপিএমের বিরুদ্ধেও একটিও ভোট না দেওয়ার আবেদন জানানো হয়েছে পোস্টারে।
ফলে শিলিগুড়ির পুর নির্বাচন যত এগিয়ে আসছে ততই চড়ছে উত্তেজনার পারদ।