আরও পড়ুন: জঙ্গিপুর সংশোধনাগারে বিচারাধীন বন্দির মৃত্যু, কাঠগড়ায় শান্তি কমিটি
বাজ পড়ে একসঙ্গে এতগুলো মোষের মৃত্যুর ঘটনাই শুধু জলপাইগুড়িতে ঘটেনি। গবাদি পশুর পাশাপাশি ক্ষতি হয়েছে সাধারণ মানুষেরও। মেটেলি ব্লকের আইবিল চা বাগানে কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে শ্রমিক মহল্লার। ৫০ টি শ্রমিক আবাসের চাল ঝড়ে উড়ে গিয়েছে। প্রায় ৩৫ মিনিট টানা ঝড় চলে, তাতেই এই ক্ষতি হয়। এর আগে শিলাবৃষ্টির জেরে আইবিল বাগানের চা গাছের ব্যাপক ক্ষতি হয়।
advertisement
সুলকাপাড়ার টন্ডু বস্তির গোপাল ছেত্রি ও গঙ্গা বাহাদুর ছেত্রির মোষগুলি জলঢাকা নদীর চর থেকে ফিরছিল। তখনই বিকট শব্দে বজ্রপাত হয়। টানাটানি সেতুর সামনে বজ্রপাতের জেরে ১২ টি মোষের একসঙ্গে মৃত্যু হয়। এই দুর্ঘটনায় ভেঙে পড়েছেন গোপাল ছেত্রি ও গঙ্গা বাহাদুর ছেত্রি। তাঁরা জানিয়েছেন একেকটি মোষের বাজার দর ১ লক্ষ টাকা। এই বিপুল ক্ষতি কীভাবে সামলে উঠবেন তা ভেবে পাচ্ছেন না।
সুরজিৎ দে