তবে মাঝ খানে প্রয়োজনের তুলনায় শিক্ষক এবং ছাত্র ছাত্রীর সংখ্যা কমে গিয়ে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছিল। বর্তমানে যা কাটিয়ে উঠে আগের মহিমায় আবার ও ফিরে এসেছে এই বি এড কলেজ। ইতিমধ্যেই শিক্ষার পাশাপাশি নিয়েছে একটি আস্ত গ্রাম দত্তকও। জলপাইগুড়ি আনন্দ চন্দ্র শিক্ষক শিক্ষণমহাবিদ্যালয় (B ED COLLEGE) পরিদর্শন করতে কলেজে এলেন ন্যাক-এর তিন সদস্যের প্রতিনিধি দল।
advertisement
আরও পড়ুনঃ ব্রিটিশদের তৈরি জলপাইগুড়ির সেন্ট মাইকেল অ্যান্ড অ্যাঞ্জেল চার্চের আজ ভগ্নদশা
প্রসঙ্গত উল্লেখ্য দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে এই শিক্ষা প্রতিষ্ঠান সমাজ গড়ার কারিগর তৈরী করে আসছে। কেন্দ্রীয় প্রতিনিধি দলের এই পরিদর্শন কলেজ কে আরও উচ্চ শিখরে পৌছতে সাহায্যে করবে বলেই মনে করেন অধ্যাক্ষ ডঃ শুভেন্দু ভূষণ মোদক।
advertisement
Surajit Dey
Location :
First Published :
December 08, 2022 8:06 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: ন্যাক-এর তিন সদস্যের প্রতিনিধি দলের জলপাইগুড়ি বি এড কলেজ পরিদর্শন