আরও পড়ুন: বাংলা থেকে মুছেই যাবে ক্ষিতি গোস্বামীর আরএসপি? বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন
জলপাইগুড়ির রায়পুর চা বাগান দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে। ফলে রোজগার সম্পূর্ণরূপে বন্ধ এখানকার শ্রমিকদের। তাঁরা একাধিকবার এই বন্ধ চা বাগান খোলার দাবি জানিয়েছেন, কিন্তু লাভ হয়নি। এই অবস্থায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে এখানকার প্রায় ৬০০ শ্রমিক পরিবার। রুটি রুজির খোঁজে অনেক শ্রমিক ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হয়েছেন।এই চা বাগান খোলার বিষয়টি নিয়ে বহুবার জলপাইগুড়ির জেলাশাসকের সঙ্গে বৈঠক হয়েছে। কিন্তু ফলাফল কিছু বেরিয়ে আসেনি।
advertisement
অসহায় শ্রমিক পরিবারগুলি জানিয়েছে মাঝে একবার বাগান খুললেও পুনরায় তা বন্ধ হয়ে যায়।বাগান দেখভালকারী স্থানীয় কিছু বাসিন্দা নিজেদের মত চা পাতা উৎপাদন করে বাইরে বিক্রি করে দুটো পয়সা রোজগার করেন। এদিকে রায়পুর চা বাগানের শ্রমিকদের অভিযোগ, রক্ষণাবেক্ষণের জন্য মালিকপক্ষ রাজি থাকলেও জেলা প্রশাসন সেদিকেও নজর দিচ্ছে না। সরেন ওঁরাও নামে এক শ্রমিক জানান, বাগান প্রায় দু' দশক ধরে বন্ধ হয়ে পড়ে আছে। এই বাগানে আগে কাজ করত আমার পূর্বপুরুষেরা। সেই কারণেই ছেড়ে যেতে পারিনি। তাই বাগানকে আগলে রয়েছি। অপর আরেক শ্রমিক প্রধান হেমব্রম বলেন, এই বাগান বহুদিন ধরে বন্ধ। বহুবার প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু প্রশাসন কোনও নজর দিচ্ছে না। আমাদের অনুরোধ, প্রশাসন যদি একটু নজর দেয় তা হলে খুব ভালো হয়।
সুরজিৎ দে