আরও পড়ুন: উল্টো রথের আগে পেপার কাটিংয়ের জগন্নাথ-বলরাম-সুভদ্রা তৈরি করে তাক লাগালেন পশু চিকিৎস
মঙ্গলবার দিনের বেলায় এই চাঞ্চল্যকর চুরির ঘটনাটি ঘটে মিড ডে মিল কর্মী মায়াদেবি রায়ের বাড়িতে। জলপাইগুড়ি শহরের জয়ন্তী পাড়ায় বাড়ি ওই মিড ডে মিল কর্মীর। তিনি জানান, মিড ডে মিলের রান্না করতে স্কুলে ছিলেন। ছোট ছোট বাচ্চাদের খাইয়ে বাড়ি ফিরে এসে দেখেন আলমারি ভাঙা। মেয়েদের জন্য অনেক কষ্ট করে একটু একটু টাকা জমিয়ে বানানো নাক-কানের সোনার গয়না ও নগদ ষাট হাজার টাকা নিয়ে গিয়েছে চোর। গোটা ঘটনায় ভেঙে পড়েন ওই মিড ডে মিল কর্মী।
advertisement
তিনি জানান অনেক কষ্ট করে প্রতিমাসে বেতনের টাকা থেকে একটু একটু করে জমিয়ে মেয়েদের বিয়ের জন্য এই সোনার গয়না তৈরি করেছিলেন। কিন্তু চোর সব নিয়ে যাওয়ায় এখন কী করবেন বুঝে উঠতে পারছেন না। প্রতিবেশীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে মুষলধারে বৃষ্টি পড়ছিল। সেই সময় রাস্তাঘাটে বিশেষ একটা লোক ছিল না। তখনই এমন ঘটনা ঘটে থাকতে পারে। অভিযোগ, এই চুরির ঘটনায় এলাকারই একদল বখাটে যুবক জড়িত থাকতে পারে। অতীতেও তাদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। কিন্তু পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর আবার ছেড়ে দিয়েছে বলে দাবি এলাকাবাসীদের।
সুরজিৎ দে