এই শেষ বেলায় ভোট প্রচারে কোনওরকম খামতি যাতে না থাকে সে জন্যই জলপাইগুড়ি শহরে রাজনৈতিক দল গুলির ভোট প্রচার তুঙ্গে। শেষ লগ্নের প্রচারে খামতি রাখতে চাইছে না কোনও পক্ষই। গ্রামেগঞ্জে চলছে মিটিং, মিছিল পথসভা।
West Bengal Panchayat Election 2023 Voting (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের 2023) LIVE Updates
এদিন প্রচারের শেষ লগ্নে শালবাড়ি সোনাতলা হাট এলাকায় প্রচার করতে দেখা গেল জলপাইগুড়ি জেলা পরিষদের ৮ নং আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ মজুমদারকে। পাশাপাশি রাজগঞ্জ ব্লকে বিজেপির প্রচার এবং বিভিন্ন জায়গায় সিপিএমের প্রচারও চোখে পড়ার মতো। ব্যস্ততম এই দিনে দেখা গেলো পথ চলতি মানুষের কাছে করজোড়ে ভোটের আবেদন করছেন দু’জন প্রার্থী। এমনকি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচারও চালাচ্ছেন।
advertisement
আরও পড়ুন ঃ বাবার হয়ে শেষ মুহুর্তের প্রচারে অংশ নিতে লন্ডন থেকে উড়ে এলেন চা বাগানের মেয়ে
ভোট প্রচারের পাশাপাশি পায়ে হেঁটে মিছিলও করেন অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক। শাসক দলের পাশাপাশি পিছিয়ে নেই বিরোধী দলগুলিও। বিজেপি ও সিপিএমের তরফেও বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে শেষ লগ্নের প্রচার, মিটিং ও মিছিল। একদিকে শাসক-শিবির উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ।
অন্যদিকে, বিরোধীরা সরকারের বিভিন্ন দুর্নীতি ও বঞ্চনার কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ব্যস্ত। আর মাত্র কয়েক ঘণ্টা পর ভোট যুদ্ধের মাঠে অবতীর্ণ হবে সমস্ত দলের প্রার্থীরা। আগামী ১১ ই জুলাই এই পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের দিন। সেখানে শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার।
সুরজিৎ দে