তেমনি আজও ৩০ থেকে ৩৫ টি হাতির দল জঙ্গল থেকে বেরিয়ে আসে লোকালয়ে। সেই কারণে, চিন্তায় ঘুম উড়েছে চর এলাকাবাসীদের। জলপাইগুড়ি সদর ব্লকের অধীনে পাতকাটা এবং পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়া এলাকায় তিস্তার চরে হাতির দল। প্রায় ৩০থেকে ৩৫ টি হাতি জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা বানিয়াপাড়া তিস্তা পারে। জঙ্গল থেকে হাতি লোকালয়ে চলে আসায় ঘুম উড়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এবং পাতকাটা গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়া এলাকার বাসিন্দাদের।
advertisement
আরও পড়ুনঃ দুই পাচারকারীকে পাকড়াও করে উদ্ধার কয়েক কোটি টাকার সোনা
যেকোনো অপ্রীতিকর ঘটনা রুখতে রাতভর বনদফতরের কর্মীরা রয়েছেন হাতির পাহারায়। হাতির দল তিস্তাপারের কৃষকদের ফসল নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ। এখানকার এক কৃষক ধলু মোহাম্মদ জানান, 'বিঘার পর বিঘা জমিতে মটরশুটি এবং আলু লাগিয়েছিলাম। সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে। এই জমির উপর নির্ভর করেই চলে আমাদের পরিবার। পরিবারের পাঁচ জনের পেটের খাবার আসে এই জমি থেকে। কি করবো আর ভেবে পাচ্ছি না।
আরও পড়ুনঃ জলের সমস্যায় ভুগছে নাগরাকাটার বেশ কিছু পরিবার
সরকারের কাছে অনুরোধ, যদি কিছু সাহায্য পেতাম তাহলে ভালো হত।' এই বিষয় নিয়ে বনদফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে, 'এই জমি সরকারের। সেচ দফতর এবং বন দফতরের। অবৈধভাবে সেখানে চাষাবাদ করায় হাতির দলকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। হাতির দল বন থেকে বেড়িয়ে তিস্তার চরে কিছুটা সময় কাটায়। কিন্ত, চরবাসীদের চাষাবাদের কারণে হাতিরা সেখানে থাকতে পারে না। আর এখানেই সৃষ্টি হচ্ছে সমস্যার।'
Surajit Dey