TRENDING:

Jalpaiguri News: রোজই চলছে হামলা! লাঠে উঠেছে তিস্তার চরে চাষবাস!

Last Updated:

জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর বন বিভাগের পাশ দিয়ে বয়ে গিয়েছে পাহাড় থেকে নেমে আসা খরস্রোতা তিস্তা নদী। কখনো এপাশে ভাটা ওপাশে জোয়ারআবার কখনো ওপাশে ভাটা এপাশে জোয়ার। সেই ভাটার কারণে চরপড়ে নদী তীরে। এক সময় সেটাকে বলা হতো হাতিদের করিডর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি : জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর বন বিভাগের পাশ দিয়ে বয়ে গিয়েছে পাহাড় থেকে নেমে আসা খরস্রোতা তিস্তা নদী। কখনো এপাশে ভাটা ওপাশে জোয়ারআবার কখনো ওপাশে ভাটা এপাশে জোয়ার। সেই ভাটার কারণে চরপড়ে নদী তীরে। এক সময় সেটাকে বলা হতো হাতিদের করিডর। সময়ের সঙ্গে সেই চর এখন মানুষের দখলে চলে গিয়েছে। সেখানে তৈরি হয়েছে ঘর বাড়ি কৃষি জমি। চড় জমিতে চাষ করে চলছে প্রায় বহু মানুষের জীবনজীবিকা। বাড়ি হয়েছে এবং চাষের জমিও তৈরি হয়েছে । হাতির দল কি তা আর বোঝে..!! তারা খাবারের সন্ধানে চলে আসে সেসব জায়গায়। নিজেদের মতো খাবার খেয়ে ফিরে যায় নিজ ঠিকানায়।
advertisement

তেমনি আজও ৩০ থেকে ৩৫ টি হাতির দল জঙ্গল থেকে বেরিয়ে আসে লোকালয়ে। সেই কারণে, চিন্তায় ঘুম উড়েছে চর এলাকাবাসীদের। জলপাইগুড়ি সদর ব্লকের অধীনে পাতকাটা এবং পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়া এলাকায় তিস্তার চরে হাতির দল। প্রায় ৩০থেকে ৩৫ টি হাতি জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা বানিয়াপাড়া তিস্তা পারে। জঙ্গল থেকে হাতি লোকালয়ে চলে আসায় ঘুম উড়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এবং পাতকাটা গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়া এলাকার বাসিন্দাদের।

advertisement

আরও পড়ুনঃ দুই পাচারকারীকে পাকড়াও করে উদ্ধার কয়েক কোটি টাকার সোনা

যেকোনো অপ্রীতিকর ঘটনা রুখতে রাতভর বনদফতরের কর্মীরা রয়েছেন হাতির পাহারায়। হাতির দল তিস্তাপারের কৃষকদের ফসল নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ। এখানকার এক কৃষক ধলু মোহাম্মদ জানান, 'বিঘার পর বিঘা জমিতে মটরশুটি এবং আলু লাগিয়েছিলাম। সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে। এই জমির উপর নির্ভর করেই চলে আমাদের পরিবার। পরিবারের পাঁচ জনের পেটের খাবার আসে এই জমি থেকে। কি করবো আর ভেবে পাচ্ছি না।

advertisement

View More

আরও পড়ুনঃ জলের সমস্যায় ভুগছে নাগরাকাটার বেশ কিছু পরিবার

সরকারের কাছে অনুরোধ, যদি কিছু সাহায্য পেতাম তাহলে ভালো হত।' এই বিষয় নিয়ে বনদফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে, 'এই জমি সরকারের। সেচ দফতর এবং বন দফতরের। অবৈধভাবে সেখানে চাষাবাদ করায় হাতির দলকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। হাতির দল বন থেকে বেড়িয়ে তিস্তার চরে কিছুটা সময় কাটায়। কিন্ত, চরবাসীদের চাষাবাদের কারণে হাতিরা সেখানে থাকতে পারে না। আর এখানেই সৃষ্টি হচ্ছে সমস্যার।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

Surajit Dey

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: রোজই চলছে হামলা! লাঠে উঠেছে তিস্তার চরে চাষবাস!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল