আরও পড়ুন: ঢোলাহাটের বধূ খুনে আত্মীয় গ্রেফতার
প্রতি বর্ষায় ফুলে ফেঁপে ওঠে জলপাইগুড়ির এই ঘীস নদী। তার উপর পাহাড়ি এলাকার জল এই নদী দিয়েই প্রবাহিত হয়। এই বছরও বৃষ্টি শুরু হলে ঘীস নদী ফুলে ফেঁপে উঠবে। কিন্তু এবার উত্তাল নদীর স্রোত আদৌ ঘীস বাঁধ সামলাতে পারবে কিনা তা নিয়ে সংশয় আছে। কারণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাঁধের বিভিন্ন অংশ। আর ঘীস বাঁধ ভেঙে গেলে ভেসে যাবে মানাবাড়ি চা বাগান, তুড়িবাড়ি, ডিপো পাড়া এলাকা।
advertisement
এই পরিস্থিতিতে বর্ষার আগেই ঘীস বাঁধ ঠিকঠাক করার দাবি জানিয়েছে মানাবাড়ি চাবাগানের শ্রমিকেরা। মানাবাড়ি চা বাগানের শ্রমিক মুকেশ মুন্ডা, সুনিল ওঁরাও'রা জানিয়েছেন, বর্তমানে ঘীস বাঁধের বিভিন্ন জায়গায় লোহার জালি কেউ বা কারা কেটে নিয়ে গেছে। যার ফলে বাঁধের পাথর আলগা হয়ে বেরিয়ে পরেছে। বহু জায়গায় এই বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ঘীস নদীতে কাজ করা শ্রমিকেরা সেইসব পাথর তুলে নিয়ে যাচ্ছে। সেই কারণে ভেঙে পড়ছে বাঁধ। বর্ষার আগে এই বাঁধ ঠিক না করলে বড় বিপদ অপেক্ষা করছে। এলাকার পঞ্চায়েতের সদস্য আশিক প্রজা বলেন, মানাবাড়ি চা বাগানের শ্রমিকেরা এই বিষয়ে বারবার আমাকে অভিযোগ করছে। অবিলম্বে বাঁধটা ঠিক করা হোক। তা না হলে বর্ষায় এই বাঁধ ভেঙে মানাবাড়ি চা বাগান ভেসে যাবে। তিনি আরও বলেন, কেউ বা কারা বাঁধ সংলগ্ন এলাকা থেকে বালি পাথর তুলছে। সেই কারনেও ক্ষতি হচ্ছে বাঁধের। বাঁধকে শক্তপোক্ত করার জন্য পাথর এবং লোহার জালি লাগানো হয়েছিল। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে তাঁরা আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন বলে জানিয়েছেন চা বাগানের শ্রমিকরা।
সুরজিৎ দে