উত্তরবঙ্গের হিমালয়ান নেচার ক্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের উদ্যোগে ও লাটাগুড়ি ওয়েলফেয়ার সোসাইটি, গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন, গয়েরকাটা আরণ্যক পরিবেশপ্রেমী সংস্থার সহযোগিতায় শুরু হওয়া এই প্রকৃতি পাঠ শিবিরের উদ্বোধন করেন পদ্মশ্রী করিমুল হক। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী রাম সুরত মাঝি সহ বিশিষ্ট ব্যাক্তিরা।
আরও পড়ুন: মাটির টালি তৈরির কারবার শেষের পথে, সঙ্কটে মালিক থেকে শ্রমিক
advertisement
এই শিবির প্রসঙ্গে ন্যাফের কো-অর্ডিনেটর অনিমেষ বসু বলেন, এই ক্যাম্পে যারা এসেছে ওরা হয়ত পৃথিবীর রূপ, রং দেখতে পায় না। কিন্তু ওরা যথেষ্ট সংবেদনশীল। ওদের হাতে ধরে গাছ, পাতা, ফুল চেনানো হচ্ছে। ধুপঝোড়ায় নিয়ে গিয়ে হাতিকে ছুঁয়ে চেনানো হবে। নদী পার করা সহ নানান বিষয় শেখানো হবে। পাশাপাশি সন্ধেয় গান-বাজনা করার মধ্যে দিয়ে ওদের চেতনা বাড়ানো হবে। এই শিবিরে আসতে পেরে দারুণ খুশি প্রতিবন্ধী কিশোর-কিশোরীরাও।
সুরজিৎ দে