TRENDING:

Siliguri Coronavirus: দেশের সঙ্গে জেলায় ও শিলিগুড়িতে কমল দৈনিক সংক্রমণ, রাজ্যে বাড়ল দৈনিক মৃত্যু হার

Last Updated:

শিলিগুড়িতে করোনা সংক্রমনের হার কমলেও, সুস্থতার স্তিমিত 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: জেলাজুড়ে করোনার (coronavirus) চোখরাঙানি অবশেষে নিম্নমুখী। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত শিলিগুড়ি সহ তৎসংলগ্ন এলাকাতে করোনা (coronavirus) সংক্রমণের গ্রাফ অনেকটাই কমেছে। এদিন জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনটাই খবর। যার ফলে কার্যত স্বস্তিতে জেলা সহ শিলিগুড়ির প্রশাসন। এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দার্জিলিং (Darjeeling) জেলায় নতুন করে ১২ জন করোনা (coronavirus) সংক্রমিতের হদিস মিলেছে। সেখানে গত ২৪ ঘন্টায় মাত্র ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
শিলিগুড়িতে করোনা সংক্রমনের হার কমলেও, সুস্থতার স্তিমিত 
শিলিগুড়িতে করোনা সংক্রমনের হার কমলেও, সুস্থতার স্তিমিত 
advertisement

এদিকে, শিলিগুড়ি (Siliguri) পুরনিগম এলাকায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ জন করোনায় সংক্রামিত হয়েছেন। অন্যদিকে, জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার অধীনে থাকা ওয়ার্ডগুলির ৭ জন রয়েছেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এছাড়া দার্জিলিং মিউনিসিপ্যালিটিতে (Darjeeling MU) নতুন করে করোনা সংক্রামিতের হদিস পাওয়া যায়নি। সুকনায় (Sukna) ১ জন ও কার্শিয়ংয়ে (Kurseong) ১ জন সংক্রামিতের খবর মিলেছে। এছাড়া মাটিগাড়ায় (matigara) ২ জন ও নকশালবাড়িতে (Naxalbari) গত ২৪ ঘন্টায় নতুন করে ১ জন করোনায় সংক্রামিতের খোঁজ পাওয়া যায়। তবে ফাঁসিদেওয়ায় (Phansidewa) নতুন করে সংক্রমণের খোঁজ পাওয়া যায়নি। এছাড়া সুখিয়াপোখরিতে (Sukhiapokhri) নতুন করে সংক্রামিতের খবর মেলেনি। ২৪ ঘন্টায় মিরিকে (Mirik) কেউ সংক্রামিত হয়নি। খড়িবাড়িতেও (Kharibari) কেউ না হলেও, বিজনবাড়িতে (Bijanbari) নতুন করে সংক্রামিত হয়নি। পাশাপাশি, তাকদহেও (Takdah) গত ২৪ ঘন্টায় নতুন করে কোনও সংক্রামিতের হদিস মেলেনি।

advertisement

অন্যদিকে, রাজ্যে সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ। তবে একলাফে অনেকটাই বাড়ল দৈনিক মৃত্যু। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত কোভিড ১৯ বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে ৮৬০ জনের সংক্রমণ ধরা পড়েছে। বুধবার সেই সংখ্যা ছিল ৮৬২। তবে বেড়েছে দৈনিক মৃতের সংখ্যা। ২৪ ঘণ্টায় করোনায় সংক্রামিত হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের। গতকাল সেই সংখ্যা ছিল ৮। সুস্থ হয়ে উঠেছেন ৮২৫ জন। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। পজিটিভিটি রেট ১.৯৫ শতাংশ। ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ১৭০টি। বুধবার ৪৩ হাজার ৮৫০টি নমুনা পরীক্ষা হয়েছিল।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Vaskar Chakraborty

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Siliguri Coronavirus: দেশের সঙ্গে জেলায় ও শিলিগুড়িতে কমল দৈনিক সংক্রমণ, রাজ্যে বাড়ল দৈনিক মৃত্যু হার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল