আরও পড়ুন: অল্প বৃষ্টিতেই জল থৈ থৈ, বেহাল স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে নাজেহাল অবস্থা
স্কুলের ঐতিহ্যবাহী পোশাক পাল্টে নীল-সাদা ইউনিফর্ম করার সিদ্ধান্ত মানতে না পেরে জলপাইগুড়ির এই স্কুলের পড়ুয়ারা মঙ্গলবার প্রতিবাদ জানায়। তারা নতুন দেওয়ার নীল-সাদা পোশাক ছিঁড়ে স্কুলের সামনে ফেলে দেয়। এই প্রসঙ্গে নবম শ্রেণির ছাত্র প্রদন্ন ঘোষ ড়লে, আমাদের আগের পোশাকের সঙ্গে অনেক, আবেগ অনুভূতি জড়িয়ে আছে। আমরা চাই না খাকি প্যান্ট-সাদা জামা ছেড়ে নীল-সাদা পরতে।
advertisement
পড়ুয়াদের এই প্রতিবাদের বিষয়ে ফণিন্দ্র দেব স্কুলের অশিক্ষক কর্মচারি জয়প্রকাশবাবু জানান, যে জামা-প্যান্টগুলো ছেড়া অবস্থায় রাস্তায় পরে আছে সেইগুলো সরকার থেকে ছাত্রদের জন্য দেওয়া হয়েছিল। কিন্তু ছাত্ররা স্কুলের পূর্বের ইউনিফর্ম ছেড়ে নতুন নীল-সাদা জামা-প্যান্ট পরতে চাইছে না। তাই ছিঁড়ে রাস্তায় ফেলে দিয়েছে।
ঘটনা হল, শুধু জলপাইগুড়ি নয় এর আগেও স্কুলের ঐতিহ্যবাহী পোশাক পাল্টে নীল-সাদা করার বিরুদ্ধে কাঁথি সহ বিভিন্ন জায়গার পড়ুয়ারা বিক্ষোভ দেখিয়েছে। রাজ্যের ছাত্র সমাজের একাংশ সরকারের এই সিদ্ধান্ত মানতে রাজি নয়।
সুরজিৎ দে