আরও পড়ুন: রাজভবনে হঠাৎ হাজির মমতা, নিজের আঁকা ছবি রাজ্যপাল ধনখড়কে উপহার দিলেন মুখ্যমন্ত্রী!
শুধু পড়াশোনা নয়৷ গানও ভালবাসে সমাদৃতা৷ গান, ছবি আঁকার পাশাপাশি অবসর সময়ে হাতের কাজকে ভালোবাসে৷ আগামীতে সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হতে চায় সে৷ প্রাইভেট কোম্পানিতে কর্মরত সমাদৃতার বাবা জানালেন, খুবই আনন্দ হচ্ছে৷ আগামীতে মেয়ে যেটা নিয়ে পড়ে এগিয়ে যেতে চায় সেটাই পড়বে৷
advertisement
আজ, ১০ জুন, শুক্রবার প্রকাশিত হল এ বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (WB HS Result 2022) ৷ এ বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছেলেদের মধ্যে পাশের হার ৯০.১৯ শতাংশ আর মেয়েদের মধ্যে পাশের হার ৮৬.৯৮ শতাংশ। পূর্ব মেদিনীপুর,পশ্চিম, মেদিনীপুর, সহ সাত টি জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি। ৬০ শতাংশের বেশি পেয়েছে ৭৮.১৬ পার্সেন্ট পরীক্ষার্থী। বেলা ১২টা থেকেই নিউজ 18 বাংলার ওয়েবসাইটে news18bangla.com-এ দেখা যাবে রেজাল্ট ৷ টাইপ করুন রোল-নম্বর এবং জেনে নিন রেজাল্ট ৷ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এদিন ফল ঘোষণা করেন। ৪৪ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হল এ বছর।
