Mamata Banerjee Visits Dhankhar: রাজভবনে হঠাৎ হাজির মমতা, নিজের আঁকা ছবি রাজ্যপাল ধনখড়কে উপহার দিলেন মুখ্যমন্ত্রী!

Last Updated:

CM Mamata gifts Governor Dhankhar her Painting: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আঁকা একটি ছবি স্বহস্তে উপহার দিয়েছেন রাজ্যপালকে।

CM Mamata Banerjee Meets Jagdeep Dhankhar
CM Mamata Banerjee Meets Jagdeep Dhankhar
#কলকাতা: রাজনৈতিক আক্রমণ ও ‘অপমানের’ পারদ এক ধাক্কায় নেমে এল তলানিতে! বৃহস্পতিবার বিকেলে নবান্ন থেকে বেরিয়ে সোজা রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, নিজের আঁকা একটি ছবি রাজ্যপালকে নিজে হাতে উপহারও দিলেন মুখ্যমন্ত্রী মমতা। এদিন বিকেল পাঁচটা নাগাদ রাজভবনে যান মুখ্যমন্ত্রী, সূত্রের খবর ঘণ্টাখানেক সেখানেই সময় কাটান তিনি। রাজভবন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আঁকা একটি ছবি স্বহস্তে উপহার দিয়েছেন রাজ্যপালকে। রাজ্যপাল জগদীপ ধনখড় এবং তাঁর স্ত্রী এই সৌহার্দ্য বিনিময় ও উপহারের জন্য আন্তরিক ধন্যবাদও জানান মুখ্যমন্ত্রীকে।
এদিন বিকেল ৫টার কিছু পরে টাউন হলের দিকের ফটক দিয়ে রাজভবনে ঢোকে মুখ্যমন্ত্রীর কনভয়। রাজভবনের তরফের করা একটি ট্যুইটে দেখা গিয়েছে নিজের হাতে আঁকা একটি ছবিতে স্বাক্ষর করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সই করা ছবি তিনি রাজ্যপাল ধনখড়ের হাতে তুলেও দিচ্ছেন। এই ঝটিকা সফর ও উপহার প্রদানের বাতাবরণ বেশ প্রাণোচ্ছ্বল! হাসিমুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে দেখা যায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের স্ত্রীকেও।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রাজভবনে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ট্যুইটের ওই ভিডিওতেই দেখা গিয়েছে উপহার বিনিময় করেছেন রাজ্যপালও। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিছু স্মারক তুলে দিতে দেখা যায় তাঁকে।
advertisement
রাজ্যপাল মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সম্পর্ক যে মসৃণ নয় তা মাঝেসাঝেই দুই পক্ষেরই ট্যুইট দ্বন্দ্বে বা প্রকাশ্য মন্তব্যে ধরা পড়ে। এমন অবস্থায় রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কৌতূহল জাগাচ্ছে রাজনৈতিক মহলে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Visits Dhankhar: রাজভবনে হঠাৎ হাজির মমতা, নিজের আঁকা ছবি রাজ্যপাল ধনখড়কে উপহার দিলেন মুখ্যমন্ত্রী!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement