Mamata Banerjee Visits Dhankhar: রাজভবনে হঠাৎ হাজির মমতা, নিজের আঁকা ছবি রাজ্যপাল ধনখড়কে উপহার দিলেন মুখ্যমন্ত্রী!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
CM Mamata gifts Governor Dhankhar her Painting: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আঁকা একটি ছবি স্বহস্তে উপহার দিয়েছেন রাজ্যপালকে।
#কলকাতা: রাজনৈতিক আক্রমণ ও ‘অপমানের’ পারদ এক ধাক্কায় নেমে এল তলানিতে! বৃহস্পতিবার বিকেলে নবান্ন থেকে বেরিয়ে সোজা রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, নিজের আঁকা একটি ছবি রাজ্যপালকে নিজে হাতে উপহারও দিলেন মুখ্যমন্ত্রী মমতা। এদিন বিকেল পাঁচটা নাগাদ রাজভবনে যান মুখ্যমন্ত্রী, সূত্রের খবর ঘণ্টাখানেক সেখানেই সময় কাটান তিনি। রাজভবন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আঁকা একটি ছবি স্বহস্তে উপহার দিয়েছেন রাজ্যপালকে। রাজ্যপাল জগদীপ ধনখড় এবং তাঁর স্ত্রী এই সৌহার্দ্য বিনিময় ও উপহারের জন্য আন্তরিক ধন্যবাদও জানান মুখ্যমন্ত্রীকে।
এদিন বিকেল ৫টার কিছু পরে টাউন হলের দিকের ফটক দিয়ে রাজভবনে ঢোকে মুখ্যমন্ত্রীর কনভয়। রাজভবনের তরফের করা একটি ট্যুইটে দেখা গিয়েছে নিজের হাতে আঁকা একটি ছবিতে স্বাক্ষর করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সই করা ছবি তিনি রাজ্যপাল ধনখড়ের হাতে তুলেও দিচ্ছেন। এই ঝটিকা সফর ও উপহার প্রদানের বাতাবরণ বেশ প্রাণোচ্ছ্বল! হাসিমুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে দেখা যায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের স্ত্রীকেও।
advertisement
advertisement
WB Chief Minister Smt. Mamata Banerjee called on the WB Governor Shri Jagdeep Dhankhar at Raj Bhawan today. pic.twitter.com/F6JPwQy9aD
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 9, 2022
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রাজভবনে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ট্যুইটের ওই ভিডিওতেই দেখা গিয়েছে উপহার বিনিময় করেছেন রাজ্যপালও। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিছু স্মারক তুলে দিতে দেখা যায় তাঁকে।
advertisement
রাজ্যপাল মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সম্পর্ক যে মসৃণ নয় তা মাঝেসাঝেই দুই পক্ষেরই ট্যুইট দ্বন্দ্বে বা প্রকাশ্য মন্তব্যে ধরা পড়ে। এমন অবস্থায় রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কৌতূহল জাগাচ্ছে রাজনৈতিক মহলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 09, 2022 9:15 PM IST