টাকা দেওয়ার বিষয় অস্বীকার রায়কতপাড়া এলাকার ডিলার মায়া রাইস নামে রেশন ডিলারের কর্মী রানা রায় এর। রানাবাবু বলেন বাইরে এই সামগ্রী বিক্রি হয় কিছু অসাধু ব্যবসায়ী এরসঙ্গেযুক্ত বলে জানান তিনি। তবে উপভোক্তাদের টাকা লেনদেনের বিষয়েরেশন ডিলার কর্মী স্বীকার করেন।জেলা শাসক শামা পারভিন ক্যামেরার সামনে না বললেও আমাদের প্রতিনিধিকে বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
advertisement
আরও পড়ুন:ইউটিউব দেখে শেখা, ছোট্ট রিয়ানের হাতে তৈরি দুর্গা পূজিত হবেন জলপাইগুড়িতে
পাশাপাশি জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, রেশন সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছানোর কথা ডিলারদের, যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে খুবই দুঃখজনক। অপরদিকে খাদ্য দফতর জলপাইগুড়ি সদর মহুকুমা আধিকারিক এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের ঘটনা ঘটানা ঘটার কথা নয়। সংশ্লিষ্ট রেশন ডিলারকে খোঁজ করে বিষয়টি তদন্ত করা দেখা হবে।
আরও পড়ুন:প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হয়ে যাবে ডুয়ার্স!
ঘটনায় এক মহিলা উপভোক্তা জানান, রেশন না নিলে ডিলারের তরফ থেকে আমাদের টাকা দেওয়া হয়ে থাকে। অপরদিকে অপর এক বাসিন্দাজানান, ফ্রি তে রেশনে সামগ্রী সরকার থেকে দেওয়া হচ্ছে। এতে মানুষের অনেক উপকার হচ্ছে।
সুরজিৎ দে