Durga Puja 2023: ইউটিউব দেখে শেখা, ছোট্ট রিয়ানের হাতে তৈরি দুর্গা পূজিত হবেন জলপাইগুড়িতে

Last Updated:

ইউটিউব দেখে দুর্গা বানিয়ে তাক লাগিয়ে দিল জলপাইগুড়ির এই ক্ষুদে।চার বছর ধরে সে বানাচ্ছে এই প্রতিমা।

+
ছোট্ট

ছোট্ট দুর্গা

জলপাইগুড়ি:নিত্য জীবনে ইন্টারনেটের প্রচুর ব্যবহার। তা নিয়ে কতজনে কত কী নাই বা করে। কেউ চায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে। কেউ চায় নিত্যনতুন কিছু শিখতে। তবে ইন্টারনেট থেকে শিখে দুর্গা বানিয়ে তাক লাগিয়ে দিল জলপাইগুড়ির সপ্তম শ্রেণির এক পড়ুয়া।
জলপাইগুড়ির মোহিত নগরের বাসিন্দা এই পড়ুয়া রিয়ান সেন।সেখানকার এক বেসরকারি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র সে। প্রায় দু মাস ধরে কাগজ,মাটি, কাপড় ও বিভিন্ন জিনিস দিয়ে এই প্রতিমা তৈরি করেছে বলে সে জানিয়েছে। এই কাজে সে পাশে পেয়েছে তার পরিবারকে।
advertisement
advertisement
বাড়ির ছেলের এই কাজে তারাও বেশ খুশি। পরিবারের তরফে জানানো হয়েছে, সে এই প্রতিমা তৈরি করতে কোনও রকমের প্রশিক্ষণ নেয়নি। সে গোটাটাই সোশ্যাল মিডিয়ায় নানা রকমের ভিডিও দেখেই তৈরি করে আসছে বিগত চার বছর ধরে। রিয়ান এর তৈরি করা এই প্রতিমা পুজোর দিন বরণ করা হয়। এমনকি সপ্তমী থেকে নবমী চলে দেবীর আরাধনাও। আর সেই আরাধনা দেখতে প্রতিবেশীরা ভিড় জমান রিয়ানের বাড়িতে।সব মিলে বেশ জমজমাট ব্যাপার রিয়ানের পাড়ায়।
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Durga Puja 2023: ইউটিউব দেখে শেখা, ছোট্ট রিয়ানের হাতে তৈরি দুর্গা পূজিত হবেন জলপাইগুড়িতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement