Dooars Tourism: পুজোয় ডুয়ার্সে বেড়াতে গেলে অবশ্যই ঘুরে আসুন 'এই' জাগ্রত মন্দিরে! কীভাবে যাবেন জেনে নিন

Last Updated:

Dooars Tourism: ডুয়ার্স মানেই প্রকৃতির ছোঁয়া। পাহাড় থেকে নেমে আসা ঝর্নার জলে ফুটে উঠেছে সিকিমের ধ্বংসের রূপ। কিন্তু উঁচু চূড়ায় যেন ডুয়ার্সে আসা পর্যটকদের রক্ষাকর্তা হয়ে বসে আছেন নাগরাজ।

+
নাগরাজ

নাগরাজ মন্দির 

জলপাইগুড়ি: ডুয়ার্স মানেই প্রকৃতির ছোঁয়া। পাহাড় থেকে নেমে আসা ঝর্নার জলে ফুটে উঠেছে সিকিমের ধ্বংসের রূপ। কিন্তু উঁচু চূড়ায় যেন ডুয়ার্সে আসা পর্যটকদের রক্ষাকর্তা হয়ে বসে আছেন নাগরাজ। বিধ্বস্ত উত্তর সিকিম। কিন্তু ডুয়ার্সে আসা ট্যুরিস্টদের রক্ষা করতে পাহাড়ের চূড়ায় ধ্যানমগ্ন নাগরাজ।
স্থানীয় বাসিন্দা গুড্ডু ওরাও শুনেছেন সিকিমের ধ্বংসলীলার কথা এবং সেই থেকে নিজেও কিছুটা হলেও আতঙ্কিত, তবে তার ভরসা নিজের কর্ম আর দেবাদিদেব মহাদেবের ওপর। নিজেই জানালেন এক সময় অনেক গাছ কেটেছি, আজ তার জন্য অনুতপ্ত। সেই কারণেই দীর্ঘ সাড়ে সাত বছর ধরে তিলে তিলে এই পাহাড়ি টিলায় তৈরি করেছি বাগান, স্থাপিত হয়েছে মহাদেব সহ নাগরাজ।পর্যটকদের কাছে এখনও অপরিচিত রুট হলেও মেটেলি থানা থেকে মাত্র দশ মিনিটের পথ এই নাগরাজ মন্দিরে পৌঁছানোর।
advertisement
advertisement
তবে ইদানিং কালে বাড়ছে মানুষের আনাগোনা। সম্প্রতি এই নাগরাজ মন্দিরে এসে পুজো দিয়ে নিজের শুটিংয়ের কাজ সেরে গিয়েছে বাংলা চলচ্চিত্রের অন্যতম নায়ক দেব। নাগরাজ মন্দিরে স্বেচ্ছা শ্রম দিতে আসে একদল দামাল ছেলে। তাদের একজন সুমিত ওরাও বলেন, চা বাগানের কাজ করে যখন সময় পাই চলে আসি মন্দিরে কাজ করতে, এই মন্দিরের ঠাকুর খুবই জাগ্রত, ডুয়ার্স ঘুরতে আসা ট্যুরিস্ট থেকে আমজনতা সবাইকে রক্ষা করেন ওই নাগরাজ।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Dooars Tourism: পুজোয় ডুয়ার্সে বেড়াতে গেলে অবশ্যই ঘুরে আসুন 'এই' জাগ্রত মন্দিরে! কীভাবে যাবেন জেনে নিন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement