Happy Birthday Rekha: ভানুরেখা জেমিনি গণেশন থেকে 'এভারগ্রীন রেখা', জন্মদিনে জেনে নিন বলি ডিভার 'অজানা' কাহিনি
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Happy Birthday Rekha: ৬৯-এ পা দিলেন বলিউডের এভারগ্রীন অভিনেত্রী রেখা। ঘড়ির কাটা ১২ টা বাজতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
গ্ল্যামার ক্যুইন রেখার কোনও সম্পর্কও বেশিদিন টেকেনি। দিল্লীর শিল্পপতি মুকেশ আগরওয়ালের সঙ্গে ১৯৯০ সালে বিয়ে হয় রেখার। বিয়ের এক বছরের মধ্যেই আত্মহত্যা করে মুকেশ। এখানেই শেষ নয়, একের পর এক সম্পর্ক এসেই গেছে অভিনেত্রীর জীবনে। মন দেওয়ার মধ্যেই কখনও কেউ ছেড়ে চলে গেছে আবার নিজেও কাউকে ছেড়ে চলে এসেছেন এই বলি ডিভা।
advertisement
advertisement
কেরিয়ারের শুরুর দিন থেকেই রেখার ছায়াসঙ্গী ফরজানা৷ এমনকী রেখার বেডরুমে তিনি ছাড়া আর কারোর প্রবেশের অনুমতি নেই৷ তিনিই একমাত্র রেখার পারফেক্ট পার্টনার, তাঁকে ছাড়া রেখা বাঁচতে পারবেন না৷ ইয়াসের উসমানের লেখা রেখার আত্মজীবনী 'দ্য আনটোল্ড স্টোরি'-তেই রেখার জীবনের এই অজানা অধ্যায় প্রকাশ্যে এসেছে৷ এখানেই শেষ নয়, ফরজানার সঙ্গেই তার সম্পর্ক রয়েছে এমন কথা রটেছিল স্বামী মুকেশ আগরওয়ালের আত্মহত্যার পরে৷ যদিও অভিনেত্রী তা মানতে নারাজ ছিলেন৷