এবার তাদের নিয়েই এক সচেতনতামূলক টেলিফিল্ম, ‘ড্রপ-আউট’ সাড়া ফেলে দিল উত্তর জুড়ে। অধ্যাপক ড. নির্মল চন্দ্র রায়ের বাড়িতে শ্যুট হওয়া প্রীতিকণা মল্লিক রায় প্রযোজিত, প্রাণেশ রায়ের কাহিনি অবলম্বনে এই ছবি বানানো হয়েছে। ৩০ মিনিট দৈর্ঘ্যের এই টেলিফিল্মটির শুভ উদ্বোধন করেন ‘প্রবাহ তিস্তা তোর্সা’র সম্পাদক ড. কৃষ্ণ দেব ও অন্যান্যরা। উল্ল্যেখ্য, বর্তমান আর্থ-সামাজিক অবস্থা ও প্রযুক্তির বেনোজলের প্রেক্ষাপটে নির্মিত এই টেলিফিল্মে দেখানো হয়েছে কীভাবে দিন দিন স্কুলছুটের সংখ্যা বেড়ে চলেছে। তা যেমন চিন্তার তেমনই হতাশার।
advertisement
আরও পড়ুন: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গবেষকদের স্বার্থে গবেষণার মান উন্নয়নে তৈরি ল্যাবরেটরি
স্কুলছুট শিশুদের ভয়াবহ পরিণতি নিখুঁতভাবে পরিবেশিত হয়েছে ছবিতে। ড. নির্মলবাবু এ বিষয়ে বলেন, বিশেষত গ্রামীণ বিদ্যালয়গুলিতে স্কুলছুট আটকাতে সর্বশিক্ষা মিশনের দৌলতে পার্শ্ব শিক্ষকরা ঢাল হিসেবে দাঁড়িয়েছেন। সেই ইঙ্গিতই এই ছবিতে রয়েছে। এতে কিছুটা হলেও উপকার হবে বলেই আশাবাদী তিনি।
এক শিক্ষিকা বলেন, ‘‘রাজবংশী ভাষার সিনেমাটির মধ্যে দিয়ে বাচ্চারা কেন স্কুলছুট হচ্ছে, সেই কারণ স্পষ্ট ভাবে বোঝা যাবে। আমরা যদি এই সিনেমাটির যথেচ্ছ প্রচার করতে পারি তা হলে নিশ্চয়ই উপকার পাব। আমাদের লক্ষ্য একটাই, পড়ুয়ারা বিদ্যালয়ে আসুক, পড়াশোনা করুক, নিজেদের ভবিষ্যত উজ্জ্বল করুক।’’ এই সিনেমা দেখে পড়ুয়াদের মনে সে বিষয়ে ইতিবাচক প্রভাব পড়বে, এমনই আশাবাদী তিনি।
সুরজিৎ দে