কিন্তু আজ পযর্ন্ত ঠিকাদারের কোন কাজ দেখা যাচ্ছে না। অথচ বলা হয়েছিল তেরো মাসের মধ্যে সেতুই কাজ শেষ হবে। কিন্তু এখন পর্যন্ত কোন ধরনের কাজ করার পদক্ষেপ দেলহা যায়নি। জেলা পরিষদের উদ্যোগে তৈরি হচ্ছে এই সেতু টি। ইঞ্জিনিয়াররা এসে দেখে গেলেও কাজ এখন পযর্ন্ত অধরা। যদিও এলাকার পঞায়েত সঞ্জিত কর্মকার বলেন বার বার সেতু টির কাজ তাড়াতাড়ি করার জন্য জেলা পরিষদ ও ঠিকাদার দের বলা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ রাখি পরানো! তাও আবার হাতিকে! কি কারনে এমন উদ্যোগ?
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কাজ এখন পর্যন্ত হয়নি। কয়েক হাজার মানুষ বিপদজনক অবস্থায় বাধ্য হয়ে এই ভাবেই ঝুঁকি নিয়ে চলাচল করছে। বিষয় টি নিয়ে জেলা পরিষদের সহ সভাপতি দুলাল দেবনাথ বলেনকিছু সমস্যা ছিল কিন্তু সেগুলো মিটিয়ে খুব তাড়াতাড়ি কাজ হবে।
advertisement
Geetashree Mukherjee
Location :
First Published :
August 11, 2022 8:45 PM IST