সোমবার জলপাইগুড়ি জাতীয় সড়কের ধারে গোসলা মোড়ে অনুষ্ঠিত হয় জেলা পুলিশের এই চক্ষু পরীক্ষা শিবির। এই শিবিরে বিভিন্ন গাড়ি চালকেরা চোখ পরীক্ষা করেন। বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এর পাশাপাশি যে চালকদের দরকার তাঁদের জন্য চোখের অপারেশনেরও ব্যবস্থা করে দেওয়া হয়।শুধু তাই নয়, দূরপাল্লার গাড়ি থামিয়ে তাদের চালকদেরও চোখ পরীক্ষা করে জেলা ট্রাফিক পুলিশ।
advertisement
আরও পড়ুন: দুর্গাপুরে প্রজাতন্ত্র দিবসে প্যারেড হবে, জোরকদমে চলছে প্রস্তুতি
পুলিশের এই উদ্যোগের কারণ, চোখ ভালো থাকলে রাস্তাৎ দুর্ঘটনার সম্ভাবনা অনেক কমে যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন এবং ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী। এছাড়াও ছিলেন জলপাইগুড়ি ট্রাফিক গার্ডের ওসি বাপ্পা সাহা। জলপাইগুড়ি ট্রাক অ্যাসোসিয়েশনের সদস্যরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অন্যদিকে ডুয়ার্সও একই চিত্র দেখা যায়। সেখানে রাস্তার পাশে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করে জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার শ্রী সন্দীপ সেন জানান, দুর্ঘটনা এড়াতে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ চোখ যদি ভালো থাকে তাহলে দূরের গাড়ি ভালভাবে দেখতে পাবেন চালকরা। তাতে দুর্ঘটনার সম্ভাবনা এড়ানো যাবে।
পুলিশের এই উদ্যোগ নিয়ে এক ট্রাকচালক জানান, মূলত এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই আমরা। তাঁরা মানুষের কথা ভেবেই এই উদ্যোগ নিয়েছেন।