একে তো চলাচল করতে অসুবিধা, অন্যদিকে সেই জলের যা দুর্গন্ধ, তা তে তিতিবিরক্ত এলাকার স্থানীয়রা। আবাসনে বসবাসকারীরা জানান, বিগত কয়েক বছর ধরে আবাসনের ভেতরে থাকা সেপ্টিক ট্যাংক থেকে নোংরা দুর্গন্ধযুক্ত জল ছড়িয়ে পড়ছে পাশের রাস্তায়, যার ফলে দুর্গন্ধে টেকা দায়। আমরা এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছিলাম আবাসনের কমিটির কাছে। কিন্তু উলটে আমাদেরকে তাদের দুর্ব্যবহারের স্বীকার হতে হয়।
advertisement
আরও পড়ুনঃ একই দিনে উদ্ধার চারটি সাপ! তুলে দেওয়া হল বনদফতরের হাতে
জানা গিয়েছে, রেসকোর্স পাড়ার ওই ফ্ল্যাটে মোট ৮ টি পরিবার থাকে৷ ওই সেপ্টিক ট্যাংকটি তাদেরই ব্যবহারের। কিন্তু আজ ২ থেকে ৩ টি বছর পেরিয়ে গিয়েছে এই সমস্যা নিয়েই। নোংরা জল বয়ে চলেছে আবাসনের পেছনের গলির পথের ওপর দিয়েই৷ এলাকার এক বাসিন্দা সুমনা বোস জানান, এই আবাসনের কমিটি নেই, যার ফলে এই সমস্যা নিয়ে আমরাও ভুগছি।
আরও পড়ুনঃ বেহাল নিকাশি ব্যবস্থা! চরম সমস্যায় বানারহাটবাসী
অপরদিকে এলাকাবাসীর এই সমস্যার কথা প্রসঙ্গে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, এই এলাকার মানুষরা সমস্যায় আছেন। তাদেরকে একটি মাস পিটিশন করতে বলা হয়েছিল। তারা করেছেনও। দুর্গন্ধের এই বিষয়টি অবিলম্বে পুর প্রশাসন দেখবে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পরিদর্শনে গেছেন কাউন্সিলর।ফ্ল্যাটের সেপ্টিক ট্যাংক থেকে নোংরা জল বাইরে ছড়িয়ে পড়ার বিষয়টির দ্রুত নিষ্পত্তি করা হবে।এদিকে, এই বর্ষার মরশুমে এই সমস্যার সমাধান কবে হবে, সেদিকেই তাকিয়ে এলাকার মানুষ।
Geetashree Mukherjee