বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই সমস্যাটা যেন আরো বেশী হয়ে দাঁড়ায়। কথাও উঠে গিয়েছে রাস্তার ওপরের আবরণ, কোথাও পাথর উঠে গিয়েছে, পাকা রাস্তা মাটি হয়ে গিয়েছে কিছু জায়গায়। একটু বর্ষায় সামান্য জল জমলে সেখানে কাদা তৈরি হয়ে একাকার অবস্থা সৃষ্টি হচ্ছেহেঁটে যাতায়াত করার সমস্যা তো আছেই সাথে সাথে যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে গাড়ির ক্ষেত্রে, টোটোর ক্ষেত্রে।
advertisement
আরও পড়ুনঃ বিভিন্ন সামগ্রীর দাম আকাশছোঁয়া! নাজেহাল মৃৎশিল্পীরা
ইতিমধ্যেই বেশ কয়েকটি দুর্ঘটনা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। তাদের কথায়, রাস্তার এমন অবস্থা চোখের সামনে দেখেছি, টোটো বা বাইক পড়ে যাচ্ছে। এই রাস্তা গুলির জন্য যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে এই রাস্তা যত দ্রুত সম্ভব কর্তৃপক্ষের সারাই করা দরকার।
আরও পড়ুনঃ উৎসব মরশুমের আগে খাবারের দোকানে লাগাতার অভিযান
এদিকে, জলপাইগুড়ি পুর এলাকার ১২ নং ওয়ার্ডের রাস্তা সহ ওই এলাকার একাধিক গলি রাস্তা সম্পর্কে স্থানীয়দের অভিমত, যে ভাবে সামান্য জলেই রাস্তা গুলি ভেঙে যাচ্ছে, তা তে খুব সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। যদিও এই প্রসঙ্গে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, টেন্ডার শেষ হয়েছে। রাস্তাগুলির অবস্থা বেহাল ঠিকই। বৃষ্টির জন্য ক্ষতিগ্রস্থ হয়েছে রাস্তার কাজ। পুজোর আগেই পদক্ষেপ নেওয়া হবে। পুরসভাও সচেতন রয়েছে এই বিষয়ে।
Geetashree Mukherjee