স্ত্রী জলপাইগুড়ি জেলা পরিষদের আসনে তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। স্বামী নিজের সুরে, তালে গান বেঁধে উৎসাহ দিচ্ছেন স্ত্রী’কে। তার গানের মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের কাজের কথা। তার সুরে শহর জলপাইগুড়ি এখন মেতে উঠেছে। ভোটের আনন্দ উপভোগ করতেই তিনি গান বেঁধেছেন তার স্ত্রীকে নিয়ে।
আরও পড়ুন: অতিভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত পাহাড়! জলঢাকাতে জারি হলুদ সতর্কতা
advertisement
এই প্রসঙ্গে হক সাহেব জানান, “এর আগে যে বার জলপাইগুড়ি থেকে জেলা পরিষদের আসনে প্রার্থী হয়ে জেলা সভাধিপতির দায়িত্ব পালন করেছিলেন সেই বারেও এই গানের মাধ্যমেই ওনার নির্বাচনী প্রচারের সাহায্য করেছিলাম।”
আরও পড়ুন: সিকিমে আটকে পড়া পর্যটকদের ফেরানোর প্রক্রিয়া শুরু! উদ্ধার শতাধিক যাত্রী
অপরদিকে প্রার্থী নূরজাহান বেগম বলেন, “আমার স্বামী একজন ভাওয়াইয়া গানের রচয়িতা। আমি যখনই ভোটে অংশ নিই, তিনি নতুন গান রচনা করে আমার ভোট প্রচারে সাহায্য করেন।”
সুরজিৎ দে