আরও পড়ুন: টোটো চালকের মাথার উপর দিয়ে চলে গেল ডাম্পারের চাকা!
জানা গিয়েছে, সুমন্ত নামে স্থানীয় এক যুবক হঠাৎই জলে ভারী কিছু পড়ার আওয়াজ পান। সঙ্গে সঙ্গে দৌড়ে এসে দেখতে পান একটি টর্চ এবং জুতো পুকুরের ধারে পড়ে আছে। এরপর খোঁজাখুঁজি শুরু হয়। স্থানীয়রাই পুকুরে নেমে তল্লাশি শুরু করেন।খ বর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ এবং দমকল কর্মীরা। প্রায় ঘণ্টা দেড়েক পরে পুকুরে জাল এবং লোহার কাঁটা ফেলে তল্লাশি চালানোর পর রাত ১০ টা নাগাদ স্থানীয়রা ওই প্রৌঢ়কে পুকুরের জল থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
advertisement
মৃত প্রৌঢ়ের নাম কৃষ্ণকান্ত পাখাধরা (৭৫)। উদ্ধারের পর ওই প্রৌঢ়ের দেহ ধূপগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। কী কারণে মৃত্যু হল তা স্পষ্ট বলা সম্ভব হবে ময়নাতদন্তের পর।
সুরজিৎ দে