Alipurduar News: টোটো চালকের মাথার উপর দিয়ে চলে গেল ডাম্পারের চাকা!
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
বেপরোয়া ডাম্পার পিষে দিল টোটো চালকের মাথা!
আলিপুরদুয়ার: পেছন থেকে টোটোতে ধাক্কা বেপরোয়া ডাম্পারের। রাস্তায় ছিটকে পড়লে টোটো চালকের মাথার উপর দিয়ে চলে গেল ডাম্পারের চাকা। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ফালাকাটার ব্রজেন বর্মনের (৪৫)। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে ফালাকাটার জটেশ্বর এলাকায়। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে টোটো চালক ব্রজেন বর্মনের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার ফালাকাটাগামী একটি ডাম্পার ব্রজেন বর্মনের টোটোর পিছনে সজোরে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে টোটো থেকে রাস্তায় ছিটকে পড়েন ওই ব্যক্তি। তখনই মাথার উপর দিয়ে চলে যায় ডাম্পারের চাকা।
advertisement
advertisement
জাতীয় সড়কে এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। মৃত টোটো চালক জটেশ্বরের সাহা পাড়ার বাসিন্দা। এই দুর্ঘটনার পর এলাকাবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখান।ডাম্পারটি পালিয়ে যায়। রবি রায় নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, জাতীয় সড়কে কোনও নিয়ম না মেনেই চলে ডাম্পার। দ্রুতগতিতে ডাম্পারটি চলছিল।টোটোটি ঠিক মত চলছিল। চোখের সামনে দেখলাম মানুষটাকে পিষে দিল। এরপর তো রাস্তায় আর মানুষ চলতে পারবে না!
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
September 13, 2023 3:38 PM IST