আরও পড়ুন: নমামি গঙ্গা প্রজেক্টের কাছে ভয়াবহ বিস্ফোরণ! উত্তরাখণ্ডে গোটা ব্রিজ বিদ্যুৎস্পৃষ্ট, নিহত কমপক্ষে ১৫
উত্তরবঙ্গে চলতি বছর হাতির হানায় মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে রাতের অন্ধকারে বাড়ির দরজা খুলতে ভয় পাচ্ছে মানুষ। কারণ বাইরে কোথাও যাওয়া দূরস্ত, দরজা খুলে উঠোনে বেরোলেই আক্রমণ করছে দাঁতাল। জলপাইগুড়ির বানারহাটের চানাডিপা এলাকার মণি ওঁরাও-এর সঙ্গেও তেমনই ঘটল। সামান্য জল তেষ্টা কাল হল ওই বৃদ্ধের।
advertisement
মৃত বৃদ্ধের আত্মীয় বিজয় মারান্ডি জানিয়েছেন, মঙ্গলবার রাতে ঘরেই খাবার খেয়ে দরজা খুলে বাইরে জল খেতে বেরিয়েছিলেন মণি ওঁরাও। তখনই আক্রমণ করে হাতি। শুঁড়ে করে জড়িয়ে তাঁকে তুলে আছাড় মারে! গুরুতর আহত হন ঐ বৃদ্ধ। তড়িঘড়ি বীরপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষাণা করেন। খবর পেয়ে বন দফতরের বিন্নাগুড়ি স্কোয়াডের আধাকারিকরা দ্রুত বীরপাড়া হাসপাতালে পৌঁছন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নিয়মে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
সুরজিৎ দে