Uttarakhand: নমামি গঙ্গা প্রজেক্টের কাছে ভয়াবহ বিস্ফোরণ! উত্তরাখণ্ডে গোটা ব্রিজ বিদ্যুৎস্পৃষ্ট, নিহত কমপক্ষে ১৫

Last Updated:

রাজ্যের এডিজিপি ভি মুরুগেসান জানিয়েছেন, একটি প্রকল্পে কাজ চলছে। এখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন পুলিশ সাব-ইন্সপেক্টর এবং তিনজন হোমগার্ড সদস্যও রয়েছেন। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে

উত্তরাখণ্ড: উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা৷ চামোলি জেলার অলকানন্দা নদীর ধারে ট্রান্সফর্মার বিস্ফোরণে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর৷ মৃতদের মধ্যে পুলিশকর্মী এবং হোমগার্ডও রয়েছেন৷ জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তিরা প্রত্যেকেই নমামি গঙ্গা প্রজেক্ট সাইটে কাজ করছিলেন৷ ঘটনায় আহত কমপক্ষে ২১ জন, তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি৷ কী ভাবে এই ঘটনা ঘটল, তা নির্ণয় করতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি৷
স্থানীয় সূত্রের খবর, ট্রান্সফরমার বিস্ফোরণে একটি গোটা সেতু বিদ্যুৎবাহী (ইলেক্ট্রিফায়েড) হয়ে যায়৷ চামোলি জেলার অলকানন্দা নদীর উপরে থাকা এই সেতুটি নমামি গঙ্গা প্রকল্পের অন্তর্ভুক্ত ছিল৷ গোটা সেতুটি বিদ্যুৎবাহী হয়ে যাওয়ায় সেই সেতুর উপরে কর্মরত প্রত্যকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার সঙ্গে আটকে যান বলে খবর৷ ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়৷ এখন সেখানে উদ্ধার কাজ শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুন: নাম দিলেন মমতা, তাতেই সায় রাহুল গান্ধির? কীভাবে হল বিজেপি বিরোধী জোটের নামকরণ..
উত্তরখণ্ডের এডিজিপি ভি মুরুগেসান জানিয়েছেন, একটি প্রকল্পের কাজ চলছিল। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন পুলিশ সাব-ইন্সপেক্টর এবং তিনজন হোমগার্ড সদস্যও রয়েছেন। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
এসপি পরমেন্দ্র ডোভাল বলেন, ‘‘অলকানন্দা নদীর তীরে ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়েছে। আহতদের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’’ অন্যদিকে, উর্জা নিগমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন এলাকাবাসী।
advertisement
আরও পড়ুন: আবারও বাড়ছে DA, খুব জলদিই আসছে সুখবর! কেন্দ্রের মহার্ঘ ভাতা কত বাড়ছে এবার?
স্বাস্থ্যমন্ত্রী ধন সিংও চামোলিতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আহতদের হেলিকপ্টারে করে শ্রীনগর হাসপাতালে আনা হবে। ঘটনাস্থলে যেতে পারেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Uttarakhand: নমামি গঙ্গা প্রজেক্টের কাছে ভয়াবহ বিস্ফোরণ! উত্তরাখণ্ডে গোটা ব্রিজ বিদ্যুৎস্পৃষ্ট, নিহত কমপক্ষে ১৫
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement