Opposition Meet: নাম দিলেন মমতা, তাতেই সায় রাহুল গান্ধির? কীভাবে হল বিজেপি বিরোধী জোটের নামকরণ..

Last Updated:

বিহারের মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত নাম ছিল ইন্ডিয়ান মেইন ফ্রন্ট (আইএমএফ), অন্যদিকে, এমডিএমকে-র তরফে প্রস্তাবিত নাম ছিল ইন্ডিয়ান পিপল অ্যালায়েন্স৷ তবে নাম চূড়ান্ত হওয়ার পরে সকলেই তাতে সম্মতি জানিয়েছেন বলে সূত্রের খবর৷

বেঙ্গালুরু: নাম প্রস্তাব করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তারপরে তাতে সায় দিলেন এম কে স্টালিন৷ তারপর এদিক-ওদিক কিছু পরিবর্তন৷ শেষ ছোঁয়া এল কংগ্রেস নেতা রাহুল গান্ধির কাছ থেকে৷ I.N.D.I.A অর্থাৎ, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স৷ মঙ্গলবার বেঙ্গালুরুর বৈঠকে এই ভাবেই এক নামের নীচে এল বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দল৷ এরই সঙ্গে দীর্ঘ ১৯ বছর পরে অবলুপ্ত হয় সেই নাম..ইউপিএ (ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স)৷
প্রথমে যে নাম প্রস্তাব করা হয়েছিল, তা ছিল- ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স৷ পরে রাহুল গান্ধি ডেমোক্র্যাটিক শব্দটি বদলে ডেভলপমেন্টাল করার প্রস্তাব দেন৷ তারপরেই চূড়ান্ত হয় নাম৷
আরও পড়ুন: আবারও বাড়ছে DA, খুব জলদিই আসছে সুখবর! কেন্দ্রের মহার্ঘ ভাতা কত বাড়ছে এবার?
তবে শুধুমাত্র তৃণমূল নেত্রী নন, নামের প্রস্তাবনা এসেছিল অনেকের কাছ থেকেই৷ যেমন সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরির প্রস্তাব ছিল, ‘উই ফর ইন্ডিয়া’, সিপিআই এর ডি রাজা প্রস্তাব দিয়েছিলেন ‘সেভ ডেমোক্র্যাসি অ্যলায়েন্স’ বা ‘সেফ ইন্ডিয়া’৷
advertisement
advertisement
বিহারের মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত নাম ছিল ইন্ডিয়ান মেইন ফ্রন্ট (আইএমএফ), অন্যদিকে, এমডিএমকে-র তরফে প্রস্তাবিত নাম ছিল ইন্ডিয়ান পিপল অ্যালায়েন্স৷ তবে নাম চূড়ান্ত হওয়ার পরে সকলেই তাতে সম্মতি জানিয়েছেন বলে সূত্রের খবর৷
বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে রাহুল জানান, বিষয়টি শুধুমাত্র বিরোধীদের মঞ্চকে নতুন নাম দেওয়া নয়, তাঁর মতে, ‘‘বিজেপি যেভাবে ভারতবর্ষের ধারণাকে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে, এটা তারই প্রতিফলন৷ ভারতের সম্পদ ভারতীয়দের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, তারপর সেই সম্পদ দিয়ে দেওয়া হচ্ছে কিছু ব্যবসায়ীর হাতে, যাঁরা প্রধানমন্ত্রী বা বিজেপির ঘনিষ্ঠ৷’’
advertisement
আরও পড়ুন: ফ্যাক্টর সেই মমতা! কীভাবে এক ফোনেই কংগ্রেস এবং আপ-এর সমস্যা মেটালেন তৃণমূলনেত্রী..
রাহুল বলেন, ‘‘আমাদের লড়াই শুধুমাত্র দু’টো রাজনৈতিক মঞ্চের মধ্যে লড়াই নয়৷ আমাদের লড়াই ভারতবর্ষের ধারণাকে রক্ষা করার লড়াই৷ এই লড়াই ভারত এবং বিজেপির মধ্যে লড়াই৷’’
সাংবাদিক বৈঠকে জোড়াল ভাষায় আক্রমণ শানাতে দেখা যায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও৷ তিনি বলেন, ‘‘এনডিএ কি ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে পারে? বিজেপি কি ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে পারে? আমরা আমাদের মাতৃভূমিকে ভালবাসি৷ আমরা দেশভক্ত৷ আমরা আপনাদের জন্যেই এখানে এসেছি, চাষিদের জন্য, হিন্দুদের জন্য, মুসলিমদের জন্য, খ্রিস্টান, শিখ, দলিতদের জন্য৷’’
advertisement
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে জানিয়েছেন, আপাতত, ১১ সদস্যের একটি কোঅর্ডিনেশন কমিটি তৈরি করা হয়েছে৷ এরপরের বৈঠক মুম্বইয়ে হবে৷ কে সেই বৈঠকের কনভেনার হবে তা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে৷
তবে, এখানে একটি বিষয় কিন্তু উল্লেখযোগ্য৷ কংগ্রেস-আপ-এর দ্বন্দ্ব মেটানো থেকে শুরু করে বিরোধী জোটের নাম প্রস্তাবনা, সবেতেই সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Opposition Meet: নাম দিলেন মমতা, তাতেই সায় রাহুল গান্ধির? কীভাবে হল বিজেপি বিরোধী জোটের নামকরণ..
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement