যেসব অভিযাত্রী আরোহনে গিয়ে আর ফিরে আসেননি তাদের স্মরণ করে শ্রদ্ধা জানান হয়। পর্বতারোণের ইতিহাস নিয়ে বর্ননা করে সংস্থার সভাপতি বিশ্বজিৎ নন্দী। সন্ধ্যায় পর্বতারোহণ নিয়ে তথ্য চিত্র প্রদর্শন করা হয়।এদিন চালসা গোলাইতে অন্য এক অনুষ্ঠানে মালবাজার মাউন্টেন ট্র্যাকার ফাউন্ডেশনের পক্ষ থেকে এভারেস্ট দিবস পালন করা হয়।
আরও পড়ুনঃ এবার মেয়েরাও হবে ফুটবল রেফারি, আগামীতে ফিফায় খেলার স্বপ্ন
advertisement
তেনজিং নোরগে ও এডমন্ড হিলারির প্রতিকৃতির সামনে প্রদীপ জ্বালিয়ে ও পুস্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানান হয়। সন্মান জানানো বিশ্বের বরেণ্য পর্বতারোহীদের। পর্বতারোহণের বিভিন্ন বিষয় বর্ননা করে দার্জিলিং হিমালয়ান মাউন্টেনারিং ইনিস্টিউটের প্রশিক্ষণ প্রাপ্ত পর্বতারোহী তথা সংস্থার সম্পাদক স্বরূপ মিত্র।
আরও পড়ুনঃ সন্তান স্নেহে মৃত শাবককে ঘিরে মা সহ হাতির পাল! রেডব্যাংক চা বাগানে বিরল দৃশ্য!
মিত্র বলেন, এবছর শুধু মাত্র এভারেস্ট বিজয়ের ৬৯ তম বছরই নয়। এবছর এভারেস্ট অভিযানের শতবর্ষ। ১৯২১ সাল থেকে এভারেস্ট অভিযানে যাওয়া শুরু হয়। দীর্ঘদিনের অভিযান ও চেষ্টার ১৯৫৩ সালে প্রথম সফলতা আসে।এদিন সন্ধ্যায় এভারেস্ট অভিযানের বিভিন্ন তথ্যচিত্র ও সম্প্রতি পিয়ালি বসাকের এভারেস্ট অভিযানের তথ্যচিত্র দেখানো হয়।
Geetashree Mukherjee