একটা গানের লাইন আজও স্বর্ণাক্ষরে উজ্জ্বলিত। ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’…হ্যাঁ, সত্যি! ডিজিটাল যুগে পাশাপাশি বসে, বই হাতে কিংবা চা-কফির কাপে চুমুক দিয়ে সেই আড্ডা আর কাউকেই দিতে দেখা যায় না। সবাই ব্যস্ত ডিজিটাল দুনিয়ায়। হাতে ফোন সর্বক্ষণ, এমনকি পেপার বা বই পড়তে গেলেও ভরসা সেই মুঠোফোন। হারিয়েই গিয়েছে বই পড়ার অভ্যাস।
advertisement
আরও পড়ুনঃ পাইনে ঘেরা ছোট্ট গ্রাম, ঘরে ঢোকে মেঘের দল, চা-মোমো-কাঞ্চনজঙ্ঘা কাটায় ক্লান্তি
তবে, পুণরায় মানুষের মনে বই পড়ার ও আড্ডা দেওয়ার অভ্যাসকে উজ্জীবিত করে তুলতেই এমন উদ্যোগ নিয়েছেন ক্যাফের মালিক। তিনিই ‘এই’ ক্যাফের মালিক। ক্যাফেতে রয়েছে অন্যান্য খাবারের পাশাপাশি স্ট্যান্ড আপ কমেডি, গান ও গল্পের বই পড়ার সুযোগও। বৈঠক খানার ম্যানেজার টোটন দাস বলেন, সাধারণ মানুষকে বইপ্রেমী করতেই এমন উদ্যোগ। ডিজিটাল যুগে মানুষ পাশাপাশি বসে গল্প করা কিংবা গল্পের বই পড়ার কথা ভুলেই গিয়েছেন।
আমাদের এই ক্যাফেতে দাবা খেলা থেকে শুরু করে গান, আবৃত্তি, স্ট্যান্ড আপ কমেডি করার সুযোগ রয়েছে মানুষ এখানে নিজেদের প্রতিভাকে মেলে ধরতে পারেন রয়েছে নানা খাবারও। জলপাইগুড়িবাসী আমাদের এই ক্যাফেকে খুবই আপন করে নিয়েছে, এতে আমরা ভীষণ খুশি।
সুরজিৎ দে