আরও পড়ুন: পঞ্চায়েত সমিতি গঠনে অন্তর্ঘাত! প্রভাবশালী নেতাকে সাসপেন্ড তৃণমূলের
এবার ১৮ অগস্ট, শুক্রবার এই প্রাচীন রাজবাড়ির মনসা মন্দিরে পুজিত হবেন মা মনসা। জলপাইগুড়ি রাজবাড়ির এই মনসা পুজোকে ঘিরে আজও ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় জলপাইগুড়ি ও পার্শ্ববর্তী কোচবিহার জেলার মানুষের মধ্যে। মনসা পুজোয় রাজবাড়ি সংলগ্ন ফাঁকা জায়গায় আজও বসে মেলা। সেখানে বিশেষ ধরনের তৈরি জিলিপির পাশাপাশি বিক্রি হয় হাল আমলের ফাস্টফুড। আট থেকে আশি সকলে এই মনসা পুজোর মেলায় ভিড় জমান।
advertisement
এই মুহূর্তে রাজবাড়ির মনসা মন্দিরে প্রতিমা তৈরির শেষ পর্যায়ের কাজ চলছে। পাশাপাশি মেলার প্রস্তুতিও তুঙ্গে। এবারের মনসা পুজো প্রসঙ্গে রাজবাড়ির কুলো পুরোহিত শিবু ঘোষাল জানান, এবারেও উত্তরবঙ্গের প্রাচীন বিষহরির গান সহ মেলা বসবে। ১৮ থেকে ২৩ অগস্ট পর্জন্ত এই মেলা চলবে।
সুরজিৎ দে