অর্জুনের প্রতিবেশীরা জানিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে বেলাকোবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল সে। টাকিমারী এলাকায় জংলি দাঁতাল হাতির সামনে পরে যায় অর্জুন, নিমেষেই হাতি অর্জুনকে আক্রমণ করে।
আরও পড়ুনঃ বিরাট খবর! বন্দে ভারতে এ বার জুড়তে চলেছে কলকাতা-গুয়াহাটি, কবে থেকে চলবে ট্রেন?
স্থানীয়রা গুরুতর আহত মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুনকে দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। হাস্পাতালে যাওয়ার সঙ্গে সঙ্গেই চিকিৎসকরা অর্জুনকে মৃত বলে ঘোষণা করে।
advertisement
ঘটনা প্রসঙ্গে বন বিভাগের সিসিএফ এসকে মোলে জানিয়েছেন, টাকিমারী এলাকায় হাতির আক্রমণে এক জনের মৃত্যু হয়েছে খবর পেয়েছি।
Surojit dey
Location :
Kolkata,West Bengal
First Published :
February 23, 2023 12:02 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Madhyamik 2023| Student Death|| স্নান করে ভাত খেয়ে বাবার সঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিতে বেরিয়েছিল অর্জুন, মাঝরাস্তায় ছুটে এল দাঁতাল! সব শেষ