TRENDING:

Jalpaiguri: জলপাইগুড়িতে মনসা পুজো ঘিরে বৃহন্নলাদের উৎসব

Last Updated:

গত প্রায় এক দশক ধরে জলপাইগুড়িবাসীর মন কেড়েছে বৃহন্নলাদের মা মনসা পুজোর উৎসব। বেশ কয়েকদিন ধরে তারা নাচে গানে মেতে ওঠেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়িঃ গত প্রায় এক দশক ধরে জলপাইগুড়িবাসীর মন কেড়েছে বৃহন্নলাদের মা মনসা পুজোর উৎসব। বেশ কয়েকদিন ধরে তারা নাচে গানে মেতে ওঠেন। সামিল হন তাদের সম্প্রদায় ছাড়াও অনেক সাধারণ মানুষ। বেশ কয়েকদিন ধরে চলছে বৃহন্নলাদের মনসা পুজোর এই উৎসব। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজ বাড়ি সংলগ্ন পৌরসভা এলাকায় রয়েছে বৃহনললাদের একটি আশ্রম। আর এই আশ্রমেই বেশ বছর ধরে মনসা পুজোর আয়োজন করে বৃহন্নলা সম্প্রদায়ের সদস্যরা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে জলপাইগুড়ি শহর এবং শহরতলিতে।
advertisement

কেবল তাই ই না। এখানে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন। একদিকে যেমন নিষ্ঠার সাথে মনসা পুজো হয়, পাশাপাশি এই পুজোকে ঘিরে নানান ধরণের সামাজিক কাজও কয়দিন ধরে করে থাকেন সমাজের এই তৃতীয় লিঙ্গের মা মনসার উপাসকরা। এবার ও দেখা গেল তারা ভক্তিভরে পুজো করলেন দেবীকে। এখানে পুজোর বৈশিষ্ট্য হল মায়ের কোলে বাচ্চা দেওয়া হয়। সারা পৃথিবীর সমস্ত শিশুদের কল্যান প্রার্থনা করে এই পুজোর আয়োজন করা হয়ে থাকে।

advertisement

আরও পড়ুনঃ সীমান্তরক্ষী বাহিনীর কড়াকড়ির প্রতিবাদে পথ অবরোধ

সঙ্গে সকলের জন্য থাকে নানা সেবামূলক কর্মসূচী। এবারের পুজোর আয়োজন প্রসঙ্গে বৃহন্নলা ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক পিপাসা হিজড়া বলেন, এটা সমগ্র জলপাইগুড়িবাসীর পুজো, আপনাদের সবার সাহায্যে সহযোগিতা পাই বলেই এমন আয়োজন করতে পারি আমরা। ভারতবর্ষের নানা প্রান্ত থেকে অনেক মানুষ এই পুজোয় আসেন। এ বছর ও বহু মানুষ এসেছে বাংলার বাইরে দিল্লি এবং অনান্য জায়গা থেকেও মানুষ সামিল হয়েছেন এই অনুষ্ঠানে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Geetashree Mukherjee

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri: জলপাইগুড়িতে মনসা পুজো ঘিরে বৃহন্নলাদের উৎসব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল