TRENDING:

Little Magazine: বহু বছর পর লিটল ম্যাগাজিন মেলা জলপাইগুড়িতে, উচ্ছ্বসিত পাঠক মহল

Last Updated:

Little Magazine : বিভিন্ন জেলা থেকে লিটল ম্যাগাজিনের লেখকরা তাঁদের নতুন সম্ভার নিয়ে চলে এসেছেন জলপাইগুড়ির এই লিটল ম্যাগাজিন মেলায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুরজিৎ দে, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে আয়োজিত হয়েছে চারদিনব্যাপী  লিটল ম্যাগাজিন মেলা। করোনার পর যে মানুষের বইয়ের ওপর আগ্ৰহ বেড়েছে তা বুঝিয়ে দিয়েছে কলকাতা বইমেলা । জেলাগুলিতেও শুরু হয়েছে বিভিন্ন ধরনের মেলা। তার মধ্যে লিটল ম্যাগাজিন মেলা বিভিন্ন ধরনের ম্যাগাজিন নিয়ে হাজির উওরবঙ্গে। বিভিন্ন জেলা থেকে লিটল ম্যাগাজিনের লেখকরা তাঁদের নতুন সম্ভার নিয়ে চলে এসেছেন জলপাইগুড়ির এই লিটল ম্যাগাজিন মেলায়।
advertisement

এই উত্তরের হাওয়া সাহিত্য উৎসব ও লিটল ম‍্যাগাজিন মেলার আয়োজন করা হল শহরে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ছিলেন উত্তর‌বঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, আবুল বাশার, সুবোধ সরকার, ত্রিদিব চট্টোপাধ্যায়, সুধাংশু শেখর দে, প্রচেত গুপ্ত, অর্ণব সাহা, ডঃ আনন্দ‌গোপাল ঘোষ-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কবি ও সাহিত্যিকরা।

advertisement

আরও পড়ুন :  অস্তিত্ব সঙ্কটে ধীমাল জনজাতি! আজও বাঁচার তাগিদে চলছে লড়াই

View More

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

অনুষ্ঠানে‌র উদ্বোধন করেন ইতিহাস‌বিদ ও প্রাবন্ধিক ডঃ আনন্দ‌গোপাল ঘোষ ও মাইকেল মধুসুদন পুরস্কার‌প্রাপ্ত কবি বিজয় দে। মন্ত্রী ব্রাত‍্য বসু বক্তব্য রাখতে গিয়ে বলেন, " মুখ‍্যমন্ত্রী মমতা ব‍্যানার্জির উদ‍্যোগে ও উৎসাহে এত বড় অনুষ্ঠান করা সম্ভব হয়েছে। এই উৎসব শুধু বাংলা ভাষার উৎসব নয়। উত্তরবঙ্গের সমস্ত ভাষার উৎসব এটা।"

advertisement

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Little Magazine: বহু বছর পর লিটল ম্যাগাজিন মেলা জলপাইগুড়িতে, উচ্ছ্বসিত পাঠক মহল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল