কথা চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় সর্পপ্রেমী দিবস রাই। বেশ কিছুক্ষণ চেষ্টার পর সাপটিকে বস্তা বন্দী করেন তিনি। শ্রী রাই বলেন, সাপটি প্রায় ১২ ফুট লম্বা এবং সুস্থই আছে। পরে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
আরও পড়ুন, তোলপাড় করা দামাল বৃষ্টি, অরেঞ্জ অ্যালার্টে ভয়ে কাঁপছে নানা জেলা, ওয়েদার আপডেট
advertisement
আরও পড়ুন, মিলেনিয়াম পার্কের হাতবদল, ২৩ বছরের কর্মীরা সকলে পাননি নিয়োগপত্র, সিঁদুরে মেঘ
অপরদিকে, পরিবেশ কর্মীদের একাংশের অভিমত, ক্রমশই জঙ্গলের ঘনত্ব কমে আসছে। সংরক্ষিত বনাঞ্চল জবরদখল করে গড়ে উঠছে আধুনিক রিসর্ট সহ জনপদ। যে কারণে ভীষণ ভাবে ব্যাহত হচ্ছে জীববৈচিত্র্য। এই কারণেই কিং কোবরার মতো বিষাক্ত সাপ সহ অন্যান্য বন্যজীব নিজেদেরকে সুরক্ষিত রাখতে বাসস্থান পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2023 1:55 PM IST